Humayun Kabir: 'সর্বোচ্চ নেতৃত্বে কথা মেনেই চলব,' দলের কড়া বার্তার পরে সুর নরম হুমায়ুনের
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Humayun Kabir: এই বৈঠকে ছিলেন তৃণমূলের শীর্ষস্থানীয় রাজ্য নেতারা। সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম ছিলেন এই বৈঠকে
কলকাতা: পঞ্চায়েত ভোটের পরে মালদহ এবং মু্র্শিদাবাদের নেতাদের তৃণমূল ভবনে এদিন বসে বিশেষ বৈঠক। এই বৈঠকে ছিলেন তৃণমূলের শীর্ষস্থানীয় রাজ্য নেতারা। সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম ছিলেন এই বৈঠকে। দুই জেলায় স্থানীয় নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দেওয়া হয় দলের তরফে। তৃণমূলের শীর্ষনেতৃত্বের তরফ থেকে বলা হয়, একসঙ্গে লড়তে হবে এখানে। নেতা হিসেবে যাঁকে দল ঠিক করবে, তাঁকেই মেনে চলতে হবে। দলের সভাপতি যেই থাকুক না কেন। ভাল ব্যবহার সহকর্মী এবং সকলের সঙ্গে করতে হবে।
অন্যদিকে নাম না করে হুমায়ুন কবীরকে কড়া বার্তা দেওয়া হয়। তৃণমূলের শীর্ষনেতৃত্বের তরফে বলা হয়, দলের সভাপতি যে কেউ হতে পারেন। নেতা হিসাবে যাঁকে দল ঠিক করবে, তাঁকেই মানতে হবে। বৈঠক থেকে বেরনোর সময়ে হুমায়ুন কবীর বললেন, “আমি দলের সর্বোচ্চ নেতা নেত্রীদের কথা মেনেই চলব। আমাকে কোনো কথা বলতে বারণ করা হয়েছে।”
advertisement
advertisement
সম্প্রতি একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে সংবাদ শিরোনামে এসেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। দিন কয়েক আগে তাঁকে শোকজ করে তৃণমূল রাজ্য নেতৃত্ব। পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী দেওয়ায় এবং দল বিরোধী মন্তব্য করায় রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে শোকজ চিঠি পাঠানো হয় হুমায়ুন কবীরকে। অন্যদিকে, শোকজের পরেই পাল্টা নতুন দল তৈরির ঘোষণা করেন হুমায়ুন কবীর।
advertisement
পঞ্চায়েত ভোটে তাঁর নিজের অনুগামীরা টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। প্রার্থী মনোনয়নে বিধায়ককে গুরুত্ব না দেওয়ায় প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একাধিক আসনে হুমায়ুন কবীরের নেতৃত্বে নির্দল প্রার্থী দেওয়া হয়। এরপরেই জেলা সভাপতি শাওনী সিংহ রায়ের অপসারণের দাবিতে সরব হয়ে ওঠেন তিনি। কিন্তু তারপর ভোটপর্ব মিটতেই হুমায়ুন কবীরকে শোকজ করল তৃণমূল রাজ্য নেতৃত্ব। কিন্তু এদিন দলের শীর্ষনেতৃত্বের তরফে কড়া বার্তা পাওয়ার পরে অনেকটাই সুর নরম হতে দেখা গেল হুমায়ুন কবীরের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 05, 2023 4:54 PM IST










