Behala accident update: এক রাতেই বদলে গেল বেহালা চৌরাস্তার ছবি, মূল্য চুকিয়ে গেল ছোট্ট সৌরনীল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
কলকাতা: মর্মান্তিক দুর্ঘটনা৷ লরির চাকায় পিষে স্কুল ছাত্রের মৃত্যুর পর রাতারাতি বদলে গেল েবহালা চৌরাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার ছবি৷ শহরের অন্যান্য গুরত্বপূর্ণ মোড়গুলির মতো বেহালা চৌরাস্তায় গতকাল রাতেই বসিয়ে দেওয়া হয়েছে ম্যানুয়াল ড্রপ গেট। বসানো হয়েছে জেব্রা ক্রসিংয়ের ঠিক সমান্তরাল ভাবেই। দড়ির বাঁধনের কন্ট্রোলে পুলিশ কর্মীরা ড্রপ গেট তুলছেন এবং ড্রপ করছেন। পথচারীদেরও রাস্তা পারাপার করতে হচ্ছে জেব্রা ক্রসিং দিেয়ই৷ নিয়ম ভাঙলেই পথচারীদের ধমক দিচ্ছেন পুলিশকর্মীরা৷
বেহালা চৌরাস্তা মোড় এলাকার ফুটপাথগুলি কার্যত হকারদের দখলে চলে গিয়েছে৷ ফলে একরকম বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে রাস্তার উপর দিয়েই চলাচল করেন পথচারীরা৷ পথচারীদের হাঁটার জন্যও রাস্তার ধারে আড়াই মিটার মতো চওড়া জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷ সেখানে ফাইবার ডিভাইডার বসিয়ে তা বেঁধে দেওয়া হয়েছে মোটা দড়ি দিয়ে।
advertisement
গোটা রাস্তায় মাত্রাতিরিক্ত গতিতে যান চলাচল যাতে না করে, সেই কারণে পর্যাপ্ত ব্যারিকেড লাগানো হয়েছে রাস্তায়। ভোর থেকেই যানবাহন সামলানোর দায়িত্বে রয়েছেন দু’ জন ট্রাফিক সার্জেন্ট, ৩ জন ট্রাফিক পুলিশকর্মী এবং ৮ জন হোমগার্ড। মোট পাঁচটি ম্যানুয়াল ড্রপগেট আনা হয়েছে এলাকায়। বেহালা চৌরাস্তা এলাকায় দু’টি, বেহালা ট্রাম ডিপোয় একটি, এবং রাস্তার ভিড় খতিয়ে দেখে আরও দু’টি ড্রপ গেট কোথায় বসবে সেই সিদ্ধান্ত নেবে পুলিশ।
advertisement
গতকালই বেহালা চৌরাস্তা মোড়ে রাস্তা পেরোতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সাত বছরের সৌরনীল সরকারের৷ গুরুতর আহত হন সৌরনীলের বাবা সরোজ সরকার৷ এই দুর্ঘটনার পরই ব্যস্ত ওই রাস্তায় যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশি গাফিলতির অভিযোগ ওঠে৷ দুর্ঘটনা খবর শুনে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী নিজেও৷ এর পরেই বেহালা চৌরাস্তা সহ ডায়মন্ড হারবার রোডের যান চলাচল নিয়ন্ত্রণে আরও তৎপর হয় কলকাতা পুলিশ৷ আক্ষেপ শুধু একটাই, এক বাবা-মায়ের কোল খালি হওয়ার পর হুঁশ ফিরল পুলিশের!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2023 11:59 AM IST