সাবধান! কলকাতায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি, দিঘা-মন্দারমনিতে সতর্কবার্তা পর্যটকদের
Last Updated:
বঙ্গোপসাগরে আরও গভীর হচ্ছে নিম্নচাপ ৷ সমুদ্র থেকে ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে নিম্নচাপ ৷ ওড়িশার বালাসোরে নিম্নচাপের প্রভাব ক্রমশ বাড়ছে ৷
#কলকাতা: বঙ্গোপসাগরে আরও গভীর হচ্ছে নিম্নচাপ ৷ সমুদ্র থেকে ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে নিম্নচাপ ৷ ওড়িশার বালাসোরে নিম্নচাপের প্রভাব ক্রমশ বাড়ছে ৷ দিঘা ও ওডিশার মাঝামাঝি এলাকা দিয়ে শনিবার সন্ধেতে রাজ্যে ঢুকবে গভীর নিম্নচাপ। যার জেরে আজ সন্ধে বা রাতে কলকাতায় বিক্ষিপ্ত থেকে ভারীবৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে ৷
কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হওয়ার পাশাপাশি সমুদ্রে জলোচ্ছ্বাসের পূর্বাভাস জারি হয়েছে ৷ দিঘা, মন্দারমনি, তাজপুর, তালসারি, উদয়পুর সমুদ্রসৈকতে কড়া সতর্কতা জারি হয়েছে ৷ আগামী ২৪ ঘন্টা পর্যটকদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলে।
অন্যদিকে, ২২ জুলাই পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা ৷
advertisement
advertisement
আজ সন্ধে বা রাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলী এবং ঝাড়গ্রামে ৷ মাঝারী থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান ও পুরুলিয়াতে। ২২শে জুলাই অবধি মাঝারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে। অন্যজেলাতেও হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস ৷ তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি কমলেই অস্বস্তি আবারও বাড়বে বলে জানাচ্ছে আলিপুর ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2018 3:50 PM IST