হৃৎপিণ্ড প্রতিস্থাপনে রেকর্ড গড়ল কলকাতা, অস্ত্রোপচারের পর স্থিতিশীল দিলচাঁদ সিং

Last Updated:

একুশের হৃদয়ে আটতিরিশের বুকে ফের সময়ের ওঠানামা। কার্যত অসাধ্য সাধন করলেন কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।

#কলকাতা: একুশের হৃদয়ে আটতিরিশের বুকে ফের সময়ের ওঠানামা। কার্যত অসাধ্য সাধন করলেন কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। সাড়ে ছ'ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারে সাফল্য। পূর্ব ভারতে প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপনে রেকর্ড গড়ল কলকাতা ৷
হৃদয়ে বাসা বেঁধে রয়েছে ঘূণপোকা। নিরন্তর কেটে চলেছে সমস্ত সংযোগ। মৃত্যু ওত পেতে সময়েরই কোনও বাঁকে। ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা দিলচাঁদ সিংকে আশঙ্কার কথা চিকিৎসকরা জানিয়েছিলেন আগেই। সেই দিলচাঁদকেই স্বাভাবিক জীবন ফিরিয়ে দিলেন বেঙ্গালুরুর বরুণ ডি কে। সেইসঙ্গে, পূর্ব ভারতের প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপনের সাক্ষী হয়ে নতুন মাইলস্টোনও ছুঁয়ে ফেলল কলকাতা।
advertisement
advertisement
কীভাবে হল ওই জটিল অস্ত্রোপচার?
- অস্ত্রোপচারের জন্য বুকের পাঁজর খুলে ওপেন হার্ট সার্জারি করতে হয়
- সাধারণত, ৪ থেকে সাড়ে ৪ ঘণ্টা লাগে এমন অস্ত্রোপচারে
- তবে এক্ষেত্রে, ৬ থেকে সাড়ে ৬ ঘণ্টা সময় লেগেছে
- দিলচাঁদের শরীরের সঙ্গে হার্ট-লাঙ মেশিন সংযুক্ত করা হয়
advertisement
- এর মাধ্যমেই নতুন হৃৎপিণ্ডে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করা হয়
- এরপর, পুরোন হৃৎপিণ্ড সরিয়ে নতুনটি শরীরের সঙ্গে সংযুক্ত করা হয়
- প্রতিটি ধমনী ও শিরার সঙ্গে জুড়ে দেওয়া হয় নতুন হৃদপিণ্ডটি
- এমন ধরনের অস্ত্রোপচারে খরচ অন্তত ২০ থেকে ২৫ লক্ষ টাকা
advertisement
চিকিৎসকেরা জানিয়েছেন, প্রতিস্থাপনের পর স্থিতিশীল দিলচাঁদ সিং ৷ ৯৬ ঘণ্টা পর্যেবেক্ষণে রাখা হবে তাঁকে ৷ প্রতিস্থাপিত হৃৎপিণ্ডের হৃদস্পন্দন স্বাভাবিক ৷ দিলচাঁদের শারীরিক অবস্থা এখন অনেকটাই উন্নতি হয়েছে ৷ ভেন্টিলেশন খোলা হয়েছে দিলচাঁদের ৷ স্বাভাবিক ভাবেই নিঃশ্বাস-প্রশ্বাস নিচ্ছেন ৷ চিকিৎসকদের ডাকে সাড়াও দেন দিলচাঁদ ৷ খাবারও খেয়েছেন দিলচাঁদ সিং ৷ এক সপ্তাহ বাদে হার্টটিসু বায়োপসি হবে ৷ ইলেকট্রো কা‍র্ডিয়োগ্রাম, ইকোকার্ডিগ্রাম করা হবে ৷ লাংস ফানশানও টেস্ট করা হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হৃৎপিণ্ড প্রতিস্থাপনে রেকর্ড গড়ল কলকাতা, অস্ত্রোপচারের পর স্থিতিশীল দিলচাঁদ সিং
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement