দার্জিলিঙয়ে উন্নয়নের প্রশ্নের কোণঠাসা মোর্চা

Last Updated:

পুরভোটে নিজের গড় দার্জিলিঙয়ে এই প্রথম কড়া চ্যালেঞ্জের মুখে গোর্খা জনমুক্তি মোর্চা।

#দার্জিলিং: পুরভোটে নিজের গড় দার্জিলিঙয়ে এই প্রথম কড়া চ্যালেঞ্জের মুখে গোর্খা জনমুক্তি মোর্চা। জিটিএ হাতে পেয়েও শৈলশহরের হাল ফেরাতে পারেননি বিমল গুরুংরা। এলাকায় তীব্র হচ্ছে পানীয় জলের সংকট, নিকাশি ব্যবস্থা ও যানজট সমস্যা। এসব সমস্যাকে হাতিয়ার করেই পালটা আক্রমণ শানাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাতে কোণঠাসা মোর্চা।
ভোট নয়, দার্জিলিং পুরসভায় গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ই ছিল দস্তুর। কিন্তু, সেই মিথে এবার ঘা দিয়েছে তৃণমূল কংগ্রেস। পুরসভার বত্রিশটি ওয়ার্ডের প্রতিটিতেই তৃণমূল কংগ্রেসের কাছে কড়া চ্যালেঞ্জের মুখে মোর্চা। ক্ষোভ থাকলেও মুখে কুলুপ আঁটা অভ্যাস করে ফেলেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু, সেই পাহাড়েই এবার পানীয় জলের সংকট, নিকাশি ব্যবস্থা, শহরের দূষণ নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারাই।
advertisement
এসব সমস্যাকে হাতিয়ার করেই গোর্খা জনমুক্তি মোর্চাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জোড়াফুল শিবির। সঙ্গে রয়েছে জিএনএলএফও।
advertisement
মুখে অবশ্য তৃণমূল কংগ্রেসের হুঙ্কারকে পাত্তা দিচ্ছে না মোর্চা। কিন্তু, পাহাড়ে তৃণমূল কংগ্রেস শক্তি অনেকটা বাড়িয়েছে তা টের পাচ্ছেন বিমল গুরুংরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
দার্জিলিঙয়ে উন্নয়নের প্রশ্নের কোণঠাসা মোর্চা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement