পুরভোট নিয়ে রাজভবনে নালিশ বিজেপির, রাজ্যপালের তলব রাজ্য নির্বাচন কমিশনারকে

Last Updated:

দিল্লির সবুজ সংকেত পেলেই পুরভোট নিয়ে মামলা হাইকোর্টে

#কলকাতা: পুরভোট নিয়ে রাজভবনে বিজেপির নালিশ জানানোর পরেই সক্রিয় রাজ্যপাল। পুরভোটের সর্বশেষ পরিস্থিতি জানতে রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সোমবার সকালে প্রথমে ট্যুইট করে পুরভোট নিয়ে কমিশনারকে রিপোর্ট দেবার কথা প্রকাশ্য আনেন রাজ্যপাল। এরপরেই, রাজভবন থেকে কমিশনারকে ফোন করে রাজভবনে আসার জন্য অনুরোধ করা হয়। কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২৭ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ, রাজভবনে যাবেন কমিশনার।
রাজ্যের ৬টি কর্পোরেশন ও ২১২টি পুরসভার ভোট কবে, কীভাবে হবে তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। কমিশনের মতে, সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী বোলপুর পুরসভা ও ব্যারাকপুর সহ ৮টি পুরসভা বাদে বাকি ২০৩টি পুরসভা ও ৬টি কর্পোরেশনে ভোটের পরিস্থিতি রয়ছে। এরই মধ্যে কলকাতা ও হাওড়া কর্পোরেশনে এপ্রিলের মাঝামাঝি ভোট হতে পারে ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে দেয় কমিশন। দুই ২৪ পরগনা ও হাওড়ার জেলা শাসকদের সঙ্গে বৈঠকও করেন কমিশনার। যদিও, ওই বৈঠককে নিছক সমন্বয় বৈঠক বলে দাবি করে কমিশন। কমিশনের এই বৈঠকের খবর প্রকাশ্যে আসার পরেই তৎপর হয় বিজেপি। এপ্রিলের মাঝামাঝি ভোট হলে নির্বাচন ঘোষনার পর, পরীক্ষা ও মাইকবিধির গেরোয়, প্রচারের জন্য হাতে পর্যাপ্ত সময় থাকবে না, এই আশঙ্কা করে কমিশনে দরবার করে বিজেপি।
advertisement
আর তারপরেই, সরকারের তরফে, কমিশনের এই বৈঠক ও দিনক্ষন নিয়ে আলোচনাকে "ভিত্তিহীন " বলে মন্তব্য করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পুরভোটে লড়লে গোহারা হারবে জেনেই ঘুর পথে ভোট পিছনোর চেষ্টা করছে বিজেপি, বলেও মন্তব্য করেন হাকিম। কমিশন বা সরকারের কাছে তাদের দাবি টিকবে না ধরে নিয়ে, একদিকে রাজ্যপাল অন্যদিকে আদালতে যাবার তোড়জোড়ও শুরু করেছে বিজেপি। দিল্লির সবুজ সংকেত পেলেই, বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা করতে পারে বিজেপি। রাজনৈতিক মহলের মতে, রাজভবনে বিজেপির নালিশ জানানোর পরেই পুরভোটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কমিশনারকে রাজভবনে ডাকা, যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
advertisement
advertisement
ARUP DUTTA
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুরভোট নিয়ে রাজভবনে নালিশ বিজেপির, রাজ্যপালের তলব রাজ্য নির্বাচন কমিশনারকে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement