C V Anand Bose: পিস রুমের পরে ‘আমনে-সামনে’! রাজভবনে চালু নতুন প্রকল্প, এবার কী পরিকল্পনা রাজ্যপালের!

Last Updated:

রাজভবন সূত্রে খবর, ‘আমনে সামনে’ নামক এই প্রকল্পের অধীনে পড়ুয়ারা যে সমস্ত অভিযোগ জানাবেন, সেই সব অভিযোগগুলি রাজ্যকে ফরোয়ার্ড করা হবে। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র স্কুলের ছাত্র-ছাত্রীরাই।

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে অভিযোগ জানানোর জন্য রাজভবনে চালু করা হয়েছিল পিস রুম। আর এবার পড়ুয়াদের সঙ্গে সাক্ষাতের জন্য রাজভবন চালু করল “আমনে-সামনে” প্রকল্প। জানা গিয়েছে, এর মাধ্যমে পড়ুয়াদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পড়ুয়াদের এই সাক্ষাৎপর্বের জন্য ১২ ঘণ্টা আগে আগাম অনুমতি নিতে হবে। প্রতিদিন ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে ছ’টা পর্যন্ত এই সাক্ষাৎ পর্ব চলবে। এমনটাই বিবৃতি দিয়ে জানানো হয়েছে রাজভবনের তরফে।
কিন্তু, কেন এমন প্রকল্প রাজভবনের? সম্প্রতি রাজভবনের তরফে স্কুল পড়ুয়াদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে স্কুল পড়ুয়াদের একাংশ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার বিষযে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু, সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করা হলেও কী ভাবে তাঁর সঙ্গে দেখা করা যাবে, তা নিয়ে অবশ্য বিস্তারিত ধারণা ছিল না পড়ুয়াদের মধ্যে।
advertisement
আরও পড়ুন: আর জ্বর আসেনি! ডাকলে তাকাচ্ছেন, আশার কথা শোনালেন বুদ্ধদেবের চিকিৎসক, তবে ভেন্টিলেশন নিয়ে সিদ্ধান্ত নয় এখনই
সেই জন্যই রাজ্যপাল জানান, পড়ুয়াদের সঙ্গে সাক্ষাতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজভবন। সেই অনুযায়ীই, রাজভবনের তরফে এই বিশেষ প্রকল্প চালু করা হল বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহ থেকেই এই প্রকল্প কার্যকরী হতে চলেছে।
advertisement
advertisement
এর আগে রাজভবনের তরফে যে পিস রুম চালু করা হয়েছিল, তা নিয়ে কড়া প্রতিক্রিয়া উঠে এসেছিল রাজ্যের শাসকদলের তরফে। শুধু তাই নয়, পিস রুমে যাঁরা অভিযোগ জানিয়েছিলেন, তাঁদের সঙ্গে ব্যক্তিগত ভাবে সাক্ষাৎও করেছিলেন রাজ্যপাল।
আরও পড়ুন: কোথাও টাকা আটকে রয়েছে? কিছুতেই ফেরত পাচ্ছেন না, তুলসীর মঞ্জরী দিয়ে করুন এই কাজ
রাজভবন সূত্রে খবর, ‘আমনে সামনে’ নামক এই প্রকল্পের অধীনে পড়ুয়ারা যে সমস্ত অভিযোগ জানাবেন, সেই সব অভিযোগগুলি রাজ্যকে ফরোয়ার্ড করা হবে। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র স্কুলের ছাত্র-ছাত্রীরাই।
advertisement
এর জন্য একটি নির্দিষ্ট ইমেল আইডি-ও দিয়ে দেওয়া হয়েছে রাজভবনের তরফে। Aamnesaamne.rajbhavankolkata@gmail.com এই ইমেল আইডির মাধ্যমে স্কুলের পড়ুয়াদের নিতে হবে আগাম অনুমতি। পাশাপাশি, ০৩৩২২০০১৬৪১ এই নম্বরে ফোন করেও পড়ুয়ারা আগাম অনুমতি নিতে পারবেন। রাজভবন সূত্রে খবর এই ই-মেল আইডি বা ফোন নম্বরের মাধ্যমে পড়ুয়াদের অনুরোধ আসা শুরু করলেই  রাজ্যপাল সরাসরি সাক্ষাৎপর্ব শুরু করবেন স্কুল পড়ুয়াদের সঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
C V Anand Bose: পিস রুমের পরে ‘আমনে-সামনে’! রাজভবনে চালু নতুন প্রকল্প, এবার কী পরিকল্পনা রাজ্যপালের!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement