Buddhadeb Bhattacharya Health Update: আর জ্বর আসেনি! ডাকলে তাকাচ্ছেন, আশার কথা শোনালেন বুদ্ধদেবের চিকিৎসক, তবে ভেন্টিলেশন নিয়ে সিদ্ধান্ত নয় এখনই

Last Updated:

তবে চিকিৎসক জানান, ভেন্টিলেটরস প্যারামিটারস এদিন নতুন করে কিছু কমানো হয়নি। আগামিকাল, সোমবার সকালে একটি সিটি স্ক্যান করা কথা, পাশাপাশি ব্লাড টেস্টও হবে বুদ্ধদেবের৷ তারপরেই, চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন যে, ওঁর ভেন্টিলেটর সাপোর্ট কমানো যাবে কি না৷ সে ক্ষেত্রে, রিপোর্টগুলো তাঁদের গাইড করবে বলে জানান চিকিৎসক।

সমীর মণ্ডল, কলকাতা: মোটামুটি এখন একই রকম রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ তবে আশার কথা, কড়া অ্যান্টিবায়োটিক ডোজের জন্য গত ২৪ ঘণ্টার মধ্যে একবারও জ্বর আসেনি বুদ্ধদেবের৷ জানালেন, বুদ্ধদেবের চিকিৎসায় গড়া মেডিক্যাল বোর্ডের অন্যতম চিকিৎসক কৌশিক চক্রবর্তী৷
এদিন রাতে আলিপুরের বেসরকারি হাসপাতালে আসেন কৌশিক চক্রবর্তী। হাসপাতাল থেকে বেরনোর সময় বুদ্ধদেব ভট্টাচাৰ্যের শারীরিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘‘মোটামুটি এখন একই রকম রয়েছেন। ভাল খবর হল, কাল এখানে আসার পরে একবার জ্বর এসেছিল৷ কিন্তু তার পর থেকে ২৪ ঘণ্টার বেশি হয়ে গেছে, ওঁর কিন্তু আর জ্বর আসেনি। এর ফলে আমরা নিশ্চয়ই আশাবাদী যে ওঁর ইনফেকশনটা কমছে।’’
advertisement
তবে চিকিৎসক জানান, ভেন্টিলেটরস প্যারামিটারস এদিন নতুন করে কিছু কমানো হয়নি। আগামিকাল, সোমবার সকালে একটি সিটি স্ক্যান করা কথা, পাশাপাশি ব্লাড টেস্টও হবে বুদ্ধদেবের৷ তারপরেই, চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন যে, ওঁর ভেন্টিলেটর সাপোর্ট কমানো যাবে কি না৷ সে ক্ষেত্রে, রিপোর্টগুলো তাঁদের গাইড করবে বলে জানান চিকিৎসক।
advertisement
আরও পড়ুন: ‘এইরকম একজন সৎ রাজনীতিবিদ..’ বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী
চিকিৎসক কৌশিক চক্রবর্তী বলেন, ‘(উনি) ক্রিটিকাল কিন্তু স্থিতিশীল। বাকিটা আমরা কালকে আফটার দা রিপোর্ট একটা ডিসিশন নিতে পারব ভেন্টিলেটর সাপোর্ট কমানো যাবে কি না৷ রিপোর্টগুলো যদি গন্ডগোলের আসে, তবে আমাদের আরও ভাবতে হবে অ্যান্টিবায়োটিক বাড়ানো সাপোর্ট বাড়ানো ইত্যাদি। জ্বরটা যেহেতু গতকালের থেকে এখনও পর্যন্ত নেই, আমরা আশাবাদী যে রিপোর্টগুলো নিশ্চয়ই ভাল আসবে।’’
advertisement
উনি জানান, ‘‘পজিটিভ নেগেটিভ অনেকগুলো ব্যাপার নিয়ে চলছি আমরা। এর মধ্যে যতক্ষণ না আমরা সিটি স্ক্যান অফ ব্লাড রিপোর্ট পাচ্ছি, এর মধ্যে আমরা ভেন্টিলেটর খোলার চেষ্টা ভেন্টিলেটর সাপোর্ট কমানোর চেষ্টা করব না, করতে পারব না। রিপোর্টগুলো এলে তারপরে আমরা এগোতে পারব। সিটি স্ক্যান দেখে বুঝতে পারব ফুসফুসের ভিতরে কী অবস্থা। এগুলো দেখে আমরা বুঝতে পারব ইনফেকশন সত্যিই কমল কি না। উপরে উপরে ক্লিনিক্যালি দেখে পেশেন্টকে স্থিতিশীল লাগছে, যেহেতু জ্বরটা চলে গেছে। হায়ার অ্যান্টিবায়োটিক আমরা সন্ধ্যে থেকে শুরু করার পরে একবারও জ্বর আসেনি। এটাতে আমরা আশাবাদী হতেই পারি৷ আশা করি, এই অ্যন্টিবায়োটিকটা কাজ করছে।’’
advertisement
গত দু’তিন দিন ধরে প্রায় কিছুই খেতে পারছিলেন না বুদ্ধদেববাবু৷ গত শনিবার তাঁর শ্বাসকষ্ট আরও বাড়ে৷ এদিন বিকেলে সাড়ে ৪টে নাগাদ তাই তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় উডল্যান্ডস হাসপাতালে৷ হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, বুদ্ধদেবের শ্বাসনালীতে (লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট) সংক্রমণ রয়েছে এবং ‘টাইপ-২ রেসপিরেটরি ফেলিওর’ হয়েছে।
বুদ্ধদেববাবুকে যে সময় হাতপাতালে নিয়ে আসা হয়েছিল, সেই সময় তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা বেশ অনেকটাই কমে গিয়েছিল বলে সূত্রের খবর৷ তাঁর চিকিৎসায় দ্রুতই তৈরি হয় একটি মেডিক্যাল বোর্ড৷ ওই দলে রয়েছেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী (মেডিসিন), সৌতিক পাণ্ডা (ক্রিটিক্যাল কেয়ার), সুস্মিতা দেবনাথ (ক্রিটিক্যাল কেয়ার), সরোজ মণ্ডল (হৃদ্‌‌রোগ বিশেষজ্ঞ), অঙ্কন বন্দ্যোপাধ্যায় (ইন্টারনাল মেডিসিন এবং পালমনোলজি), ধ্রুব ভট্টাচার্য (ইন্টারনাল মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার), আশিস পাত্র (অ্যানাস্থেশিয়া), দীপনারায়ণ মুখোপাধ্যায় (ইনফেকশাস ডিজ়িজ স্পেশালিস্ট), সেমন্তী চক্রবর্তী (এন্ডোক্রিনোলজি), সোমনাথ মাইতি (জেনারেল মেডিসিন), সপ্তর্ষি বসু (ফিজিশিয়ান এবং সুপার)।
advertisement
আরও পড়ুন: বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে মিলেছে ‘ক্লেবশিয়েলা’ ব্যাকটেরিয়া, কী এটি? হাসপাতালের বড় আপডেট
এদিন ওই বোর্ডে আরও দুই চিকিৎসককে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ দীপনারায়ণ মুখোপাধ্যায় সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং সেমন্তী চক্রবর্তী (এন্ডোক্রিনোলজিস্ট)৷
হাসপাতাল সূত্রের খবর, রবিবার তাঁর সিটি স্ক্যান করানোর কথা থাকলেও এদিন সেই ঝুঁকি নেননি চিকিৎসকেরা৷ আগামিকাল, অর্থাৎ, সোমবার তাঁর সিটি থোরাক্স ( CT THORAX) করা হবে৷ এর ফলে, কম্পিউটেড টোমোগ্রাফি থোরাক্স, যার মাধ্যমে স্ক্যান করে ফুসফুসের রক্ত চলাচল এবং সংক্রমণের মাত্রা সুস্পষ্ট ভাবে বোঝা যাবে৷
advertisement
রবিবার তাঁকে দেখতে হাসপাতালে যান বিমান বসু, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র৷ মেডিক্যাল বোর্ডের বৈঠকে চিকিৎসক সূর্যকান্তও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে৷ বুদ্ধদেব ভট্টাচার্যের এক্স রে রিপোর্ট মোটেই সন্তোষজনক ছিল না বলে জানান চিকিৎসকেরা৷ তাঁর ফুসফুসের প্রায় ৭০-৮০ শতাংশই সংক্রমিত৷ বিশেষ প্রভাব পড়েছে বাঁ দিকের ফুসফুসে৷ রক্তপরীক্ষায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরের মাল্টি ড্রাগ রেসিসট্যান্ট ব্যাকটেরিয়ার খোঁজ মিলেছে৷
advertisement
রবিবার চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি৷ এখনও তাঁকে ১০০ শতাংশ ভেন্টিলেশনে রাখা হয়েছে৷ তবে ঘুমের ওষুধ কমানোয় জ্ঞান ফিরেছে তাঁর৷ চিকিৎসকেরা ডাকলে সাড়াও দিচ্ছেন৷ চলছে কড়া অ্যান্টিবায়োটিক৷ কিছুটা প্রভাব পড়েছে কি়ডনিতেও৷ সব মিলিয়ে আগামী ৪৮ ঘণ্টা তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখতে চান চিকিৎসকেরা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Buddhadeb Bhattacharya Health Update: আর জ্বর আসেনি! ডাকলে তাকাচ্ছেন, আশার কথা শোনালেন বুদ্ধদেবের চিকিৎসক, তবে ভেন্টিলেশন নিয়ে সিদ্ধান্ত নয় এখনই
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement