Buddhadeb Bhattacharya: ‘এইরকম একজন সৎ রাজনীতিবিদ..’ বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:AVIJIT CHANDA
Last Updated:
এদিন বুদ্ধদেবের সিটি স্ক্যান করানোর কথা থাকলেও, আপাতত তা স্থগিত রাখা হয়৷ তবে, হৃদযন্ত্রের অবস্থা বোঝার জন্য ইকো কার্ডিওগ্রাফি করা হয়েছে। সূত্রের খবর, হৃদযন্ত্রে অবস্থা এখনও ভাল রয়েছে৷ রক্তে শর্করার মাত্রা অনেকটা বেশি। এখনও সেটা ঘোরাফেরা করছে ২০০ আশপাশে। শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে প্রয়োগ করা হচ্ছে ইনসুলিন। তবে গতকালের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে, দাবি সূর্যকান্ত মিশ্রের।
কলকাতা: অত্যন্ত সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ শ্বাসকষ্টের সমস্যার জন্য গত শনিবারই তাঁকে আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ রাতেই দেওয়া হয়েছে ভেন্টিলেশনে৷ বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল না হলেও, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানাচ্ছেন চিকিৎসকেরা৷
গত শনিবারই তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ রবিবার তাঁকে দেখতে হাসপাতালে যান, বিমান বসু, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্রেরা৷ এদিন হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷
advertisement
তাঁকে দেখে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু৷ বলেন, ‘‘পরিস্থিতিটা কিছুটা হলেও উন্নতি হয়েছে। এটাই আমাকে প্রাথমিকভাবে বলা হয়েছে। বাকিটা চিকিৎসকদের উপর আমাদের ভরসা রাখা উচিত। যাঁরা আমরা ঈশ্বরে বিশ্বাস করি, তাঁরা ভগবানের কাছে প্রার্থনা করব। এইরকম একজন সৎ রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের জনমত নির্বিশেষে মানুষের শ্রদ্ধার ব্যাক্তি তিনি যেনও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।’’ পাশাপাশি শুভেন্দু আরও বলেন, ‘‘আমি ওনাকে দর্শন করতে পেরেছি। চিকিৎসকরা আমাকে সাহায্য করেছেন।’’
advertisement
আরও পড়ুন: বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে মিলেছে ‘ক্লেবশিয়েলা’ ব্যাকটেরিয়া, কী এটি? হাসপাতালের বড় আপডেট
মূলত, বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণ রয়েছে৷ বেশি সংক্রমিত বাঁ দিকের ফুসফুস৷ চলছে কড়া অ্যান্টিবায়োটিক৷ যার ফলে প্রভাব পড়েছে তাঁর কিডনিতেও৷ রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি।
advertisement
এদিন বুদ্ধদেবের সিটি স্ক্যান করানোর কথা থাকলেও, আপাতত তা স্থগিত রাখা হয়৷ তবে, হৃদযন্ত্রের অবস্থা বোঝার জন্য ইকো কার্ডিওগ্রাফি করা হয়েছে। সূত্রের খবর, হৃদযন্ত্রে অবস্থা এখনও ভাল রয়েছে৷ রক্তে শর্করার মাত্রা অনেকটা বেশি। এখনও সেটা ঘোরাফেরা করছে ২০০ আশপাশে। শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে প্রয়োগ করা হচ্ছে ইনসুলিন। তবে গতকালের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে, দাবি সূর্যকান্ত মিশ্রের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 30, 2023 6:36 PM IST