Gold Recovered From Airport: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ৪০ লক্ষের সোনা! শনিবার সকাল-সকাল তুলকালাম এয়ারপোর্টে

Last Updated:

Gold Recovered From Airport: কয়েকদিনের ব্য়বধানে একাধিক সোনা উদ্ধারের ঘটনা নিঃসন্দেহে ভাবাচ্ছে প্রশাসনকে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: কলকাতা বিমানবন্দর থেকে প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করল শুল্ক দফতর। শুক্রবার রাতে চার যাত্রীর থেকে প্রায় হাজার গ্রাম সোনা বাজেয়াপ্ত করার পর ওই রাতেই কলকাতা বিমানবন্দরের শুল্ক দফতরের অধিকারীকেরা আরও দুই যাত্রীর কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করেন। শুল্ক দফতর সূত্রে খবর, একজন যাত্রীর থেকে ৫৩৯.১ গ্রাম ২৪ ক্যারেট সোনা উদ্ধার হয়। অন্যজনের থেকে ২২৮.৫ গ্রামের মত রুপোর চেইন ও বালা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তা বাজেয়াপ্ত করা। সোনা ও রুপোর যৌথ বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।
কয়েকদিনের ব্য়বধানে একাধিক সোনা উদ্ধারের ঘটনা নিঃসন্দেহে ভাবাচ্ছে প্রশাসনকে। এর আগে ২৪ জুলাই এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে কলকাতা বিমানবন্দরে। বিমানের আসনের নীচ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সোনা। যে সোনার আনুমানিক বাজার মূল্য় প্রায় ২০ লক্ষ টাকার বেশি। এই বিপুল অর্থের পরিমাণ চমকে দেয় বিমাবন্দর আধিকারিকদের। তবে শনিবারের উদ্ধার হাওয়া সোনার পরিমাণ নিয়েও এখন অবাক হচ্ছেন বিমানবন্দর আধিকারিকরা।
advertisement
advertisement
কলকাতা সোনা পাচারের কোনও নির্দিষ্ট গেটওয়ে হয়ে উঠেছে কি না, সে নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে একের পর এক সোনা উদ্ধারের ঘটনার কারণেই। অনেকেই বলছেন, কলকাতা বিমাবন্দর কার্যত একটি গেটওয়েতে পরিণত হয়েছে। কলকাতা থেকে চোরাই পথে সোনা পাচার করে দেওয়া হচ্ছে পৃথিবীর বিভিন্ন অংশে। সেই কারণেই এখানে মাঝে মাঝেই পাচারের ঘটনায় গ্রেফতারি দেখা যাচ্ছে।
advertisement
Anup Chakrabarty
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Gold Recovered From Airport: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ৪০ লক্ষের সোনা! শনিবার সকাল-সকাল তুলকালাম এয়ারপোর্টে
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement