স্বর্ণ ব্যবসায়ীকে মারধর, বাকিদেরও মারার নির্দেশ বিডিওর! নিউটাউন খুনে শিউরে ওঠা ভিডিও এল গোয়েন্দাদের হাতে

Last Updated:

ভয়াবহ সেই ভিডিও বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে বিডিও নিজে মারধর করছে এবং বাকিরা ও বেধড়ক মারধর করছে।

স্বর্ণ ব্যবসায়ীকে মারধর, বাকিদেরও মারার নির্দেশ বিডিওর! নিউটাউন খুনে শিউরে ওঠা ভিডিও এল গোয়েন্দাদের হাতে
স্বর্ণ ব্যবসায়ীকে মারধর, বাকিদেরও মারার নির্দেশ বিডিওর! নিউটাউন খুনে শিউরে ওঠা ভিডিও এল গোয়েন্দাদের হাতে
কলকাতা:  স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় সামনে এল শিউরে ওঠা ভিডিও ফুটেজ৷ বিডিওর গাড়ি চালক রাজু ঢালীর মোবাইল ফোন থেকে উদ্ধার হল ফুটেজ। ভয়াবহ সেই ভিডিও বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে বিডিও নিজে মারধর করছে এবং বাকিরা ও বেধড়ক মারধর করছে।
ভিডিও-তে দেখা গিয়েছে বিডিও স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে যে মুহূর্ত ক্লান্ত হয়ে গিয়েছে সামনে চেয়ার নিয়ে বাকিদেরকে মারার নির্দেশ দিচ্ছে। এবং বলছে মারা গেলে দেখে নেবে বুঝে নেবে। সেই ভিডিওতে মারধর এবং বিডিও প্রশান্ত বর্মনের অডিও একেবারে পরিষ্কার শোনা যাচ্ছে৷ ইতিমধ্যেই বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ সেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, গতকালই স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে উদ্ধার করা হয় বিডিওর সেই গাড়ি৷ কলকাতা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে অপর এবং খুনের ব্যবহৃত গাড়িটিকে। ২৮শে অক্টোবর নীল বাতি খুলে ব্যবহার করা হয়েছিল এই গাড়িটিকে।
advertisement
সূত্রের খবর অনুযায়ী, বিডিওর গাড়িচালক রাজু ঢালীকে জিজ্ঞাসাবাদ করার পরেই এই গাড়ির হদিশ পায় পুলিশ৷ এই নীল বাতি গাড়িতে করেই দেহ ফেলা হয়েছিল বলে আগেই জানা যায়৷ এবার সেই গাড়িটি উদ্ধার করল গোয়েন্দা শাখার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্বর্ণ ব্যবসায়ীকে মারধর, বাকিদেরও মারার নির্দেশ বিডিওর! নিউটাউন খুনে শিউরে ওঠা ভিডিও এল গোয়েন্দাদের হাতে
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজ, আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা
রাজ্যে শীতের আমেজ, আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা
  • রাজ্যে শীতের আমেজ

  • আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement