Daya: সহ অভিনেত্রীর সঙ্গে পরকীয়া, অবৈধ সন্তান....বিবাহিত থাকাকালীনই ‘CID’-র দয়ার ছিল ‘গোপন প্রেম’? ফাঁস হতেই কী বলেছিলেন অভিনেতা

Last Updated:
CID Daya: ওই অভিনেত্রীর সঙ্গে নাকি দয়ার একটি কন্যা সন্তানও রয়েছে বলেই শোনা গিয়েছিল৷ যা প্রকাশ্য আসার পরেই হইচই পড়ে যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷
1/9
টিভির পর্দায় অন্যতম সফল বিখ্যাত ক্রাইম শো হল সিআইডি৷ কয়েক দশক ধরে সমান জনপ্রিয়তা ধরে রেখেছে CID৷ বাস্তবের ঘটনা থেকে অনুপ্রাণিত এই শোয়ের প্রত্যেক চরিত্র এই শোয়ের দরুণ বহুল জনপ্রিয় হয়ে ওঠে৷ CID-প্রেমীরা সকলেই চেনেন ‘দয়া’কে৷
টিভির পর্দায় অন্যতম সফল বিখ্যাত ক্রাইম শো হল সিআইডি৷ কয়েক দশক ধরে সমান জনপ্রিয়তা ধরে রেখেছে CID৷ বাস্তবের ঘটনা থেকে অনুপ্রাণিত এই শোয়ের প্রত্যেক চরিত্র এই শোয়ের দরুণ বহুল জনপ্রিয় হয়ে ওঠে৷ CID-প্রেমীরা সকলেই চেনেন ‘দয়া’কে৷
advertisement
2/9
CID-র দয়া চরিত্রটিতে অভিনয় করেছেন অভিনেতা দয়ানন্দ শেট্টি৷ তাঁর চরিত্রটির বহুল জনপ্রিয়তার কারণে পরবর্তীকালে অজয় দেবগনের ‘সিংহম রিটার্নস’ ছবিতেও ‘দয়া’ নামের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দয়াকে৷ ‘দরওয়াজা তোড় দো দয়া’ তো দয়ার ভক্তদের মুখে মুখে৷
CID-র দয়া চরিত্রটিতে অভিনয় করেছেন অভিনেতা দয়ানন্দ শেট্টি৷ তাঁর চরিত্রটির বহুল জনপ্রিয়তার কারণে পরবর্তীকালে অজয় দেবগনের ‘সিংহম রিটার্নস’ ছবিতেও ‘দয়া’ নামের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দয়াকে৷ ‘দরওয়াজা তোড় দো দয়া’ তো দয়ার ভক্তদের মুখে মুখে৷
advertisement
3/9
তবে জনপ্রিয় অভিনেতা হলেও দয়ানন্দের ব্যক্তিগত জীবনের বেশিরভাগ দিকই থেকেছে আড়ালে৷ তবে একটি খবর প্রকাশ্যে আসার পরই এক অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের খবর আসে শিরোনামে৷
তবে জনপ্রিয় অভিনেতা হলেও দয়ানন্দের ব্যক্তিগত জীবনের বেশিরভাগ দিকই থেকেছে আড়ালে৷ তবে একটি খবর প্রকাশ্যে আসার পরই এক অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের খবর আসে শিরোনামে৷
advertisement
4/9
তাঁর বিরুদ্ধে বিবাহবর্হিভূত সম্পর্কের অভিযোগ ওঠে৷ এমনকী ওই অভিনেত্রীর সঙ্গে নাকি দয়ার একটি কন্যা সন্তানও রয়েছে বলেই শোনা যায়৷ যা প্রকাশ্য আসার পরেই হইচই পড়ে যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷
তাঁর বিরুদ্ধে বিবাহবর্হিভূত সম্পর্কের অভিযোগ ওঠে৷ এমনকী ওই অভিনেত্রীর সঙ্গে নাকি দয়ার একটি কন্যা সন্তানও রয়েছে বলেই শোনা যায়৷ যা প্রকাশ্য আসার পরেই হইচই পড়ে যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷
advertisement
5/9
মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, ২০০৫ সাল নাগাদ দয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল তাঁরই বিখ্যাত শো সিআইডি-র সহ-অভিনেত্রী মোনা আম্বেগাঁওকরের সঙ্গে৷ আগুনে ঘিয়ের মতোই মোনার নিজের সন্তান নিয়ে এক পুরনো সাক্ষাৎকার থেকে আরও বাড়ে জল্পনা।
মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, ২০০৫ সাল নাগাদ দয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল তাঁরই বিখ্যাত শো সিআইডি-র সহ-অভিনেত্রী মোনা আম্বেগাঁওকরের সঙ্গে৷ আগুনে ঘিয়ের মতোই মোনার নিজের সন্তান নিয়ে এক পুরনো সাক্ষাৎকার থেকে আরও বাড়ে জল্পনা।
advertisement
6/9
ওই সাক্ষাৎকারে মোনা অম্বেগাঁওকর বলেছিলেন, ‘‘হ্যাঁ, আমার একটি মেয়ে আছে, কিন্তু আমি তার বাবার নাম বলব না যতক্ষণ না তিনি নিজে সামনে আসেন।
ওই সাক্ষাৎকারে মোনা অম্বেগাঁওকর বলেছিলেন, ‘‘হ্যাঁ, আমার একটি মেয়ে আছে, কিন্তু আমি তার বাবার নাম বলব না যতক্ষণ না তিনি নিজে সামনে আসেন।" যদিও দয়া এ কথাকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন৷
advertisement
7/9
তিনি বলেছিলেন, ‘‘আমি এই কথাগুলি জানি, কিন্তু এগুলি শুধুমাত্র গুজব। আমি গত ছয় বছর ধরে বিবাহিত। মোনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। শোতে আমাদের দৃশ্যও খুব সামান্য ছিল।’’
তিনি বলেছিলেন, ‘‘আমি এই কথাগুলি জানি, কিন্তু এগুলি শুধুমাত্র গুজব। আমি গত ছয় বছর ধরে বিবাহিত। মোনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। শোতে আমাদের দৃশ্যও খুব সামান্য ছিল।’’
advertisement
8/9
দয়ানন্দ শেট্টির স্ত্রী স্মিতা শেট্টি৷ বর্তমানে তিনি স্ত্রীয়ের সঙ্গে  সুখে-শান্তিতে বিবাহিত জীবন যাপন করছেন। তাদের একটি মেয়ে ভিভা শেট্টিও আছে।
দয়ানন্দ শেট্টির স্ত্রী স্মিতা শেট্টি৷ বর্তমানে তিনি স্ত্রীয়ের সঙ্গে সুখে-শান্তিতে বিবাহিত জীবন যাপন করছেন। তাদের একটি মেয়ে ভিভা শেট্টিও আছে।
advertisement
9/9
প্রসঙ্গত, টিভির পর্দা থেকে বিদায় নিলেও ওটিটি দিয়ে ফের ফিরে এসেছে CID। এখানেও দয়ানন্দের শক্তিশালী চরিত্র এবং শোয়ের রোমাঞ্চকর গল্পগুলি পুনরায় জনপ্রিয় হয়েছে। দয়ার জীবনের পুরনো গুজবও এখন অতীত।
প্রসঙ্গত, টিভির পর্দা থেকে বিদায় নিলেও ওটিটি দিয়ে ফের ফিরে এসেছে CID। এখানেও দয়ানন্দের শক্তিশালী চরিত্র এবং শোয়ের রোমাঞ্চকর গল্পগুলি পুনরায় জনপ্রিয় হয়েছে। দয়ার জীবনের পুরনো গুজবও এখন অতীত।
advertisement
advertisement
advertisement