গিরিশ পার্কের বাড়ি থেকে উদ্ধার ট্রেনি-পাইলটের ঝুলন্ত দেহ... ট‍্যাবের পিছনে শেষ লেখা 'LOST'

Last Updated:

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, বুধবার বিকেল চারটেয় গিরিশ পার্কের মধু রায় লেনের বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপরেই গিরিশ পার্ক মেট্রো স্টেশনের পাশের এক পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

গিরিশ পার্কের বাড়ি থেকে উদ্ধার ট্রেনি-পাইলটের ঝুলন্ত দেহ
গিরিশ পার্কের বাড়ি থেকে উদ্ধার ট্রেনি-পাইলটের ঝুলন্ত দেহ
কলকাতা: দক্ষিণ আফ্রিকায় পাইলট প্রশিক্ষণ নেওয়া এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য গিরিশ পার্কে। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই দেশে ফিরেছিলেন সৌমাদিত্য কুন্ডু। সাউথ আফ্রিকাতে গত এক বছর ধরে পাইলট ট্রেনিং নিচ্ছিলেন তিনি। তারপরেই এই ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, বুধবার বিকেল চারটেয় গিরিশ পার্কের মধু রায় লেনের বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপরেই গিরিশ পার্ক মেট্রো স্টেশনের পাশের এক পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যর মামলা রুজু হয়েছে। কী কারণে এমন এক ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিকেল থেকে ফোন করে যাচ্ছিলেন যুবকের বাবা মা। কিন্তু ফোন ধরছিল না ছেলে। ফোনে না পেয়ে অবশেষে গিরিশ পার্কের বাড়িতে গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে রাতে দেহ উদ্ধার করে গিরিশ পার্ক থানার পুলিশ। যুবকের কাছ থেকে পাওয়া ট্যাবে লেখা ছিল Lost। কী কারণে এমনটা ঘটাল তা জানে না বাবা-মাও। তবে পরিবারের তরফে সোমাদিত্যের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গিরিশ পার্কের বাড়ি থেকে উদ্ধার ট্রেনি-পাইলটের ঝুলন্ত দেহ... ট‍্যাবের পিছনে শেষ লেখা 'LOST'
Next Article
advertisement
Indigo Flights Cancellations: যাত্রী ভোগান্তি অব্যাহত ! দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান
যাত্রী ভোগান্তি অব্যাহত ! দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা দেরিতেই চলছে ইন্ডিগোর বিমান
  • যাত্রী ভোগান্তি অব্যাহত !

  • দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল

  • অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান

VIEW MORE
advertisement
advertisement