Rajabazar Murder: ব্যস্ত রাস্তায় ফল বিক্রেতাকে এলোপাথাড়ি কোপ, খুন! সকালবেলা শিউরে উঠল রাজাবাজার
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
এ দিন সকাল সাড়ে নটা নাগাদ এই ঘটনা ঘটে৷ ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় ওই ফল বিক্রেতাকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷
সকালবেলা শহরের ব্যস্ত রাস্তার উপরে কুপিয়ে খুন করা হল এক ব্যক্তিকে৷ শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে রাজাবাজার এলাকায়৷ রাজাবাজারে কুপিয়ে খুন করা হল মেহমুদ আলম নামে এক ফল বিক্রেতাকে৷
স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে নটা নাগাদ এই ঘটনা ঘটে৷ ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় ওই ফল বিক্রেতাকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকালে মেহবুব আলম নামে ওই ফল বিক্রেতার দোকানে আসে অভিযুক্ত৷ প্রথমে কোনও একটি বিষয় নিয়ে দু জনের মধ্যে বচসা শুরু হয়৷ এর পরই ওই ফল বিক্রেতাকে মারধর করতে শুরু করে অভিযুক্ত৷ মারধরের পর ওই ফল বিক্রেতার দোকানে রাখা ছুরি দিয়েই তাঁকে কোপাতে শুরু করে অভিযুক্ত৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি৷
advertisement
advertisement
আচমকা এই ঘটনায় আশেপাশে থাকা মানুষজনও হতভম্ব হয়ে যান৷ ফল বিক্রেতাকে কোপানোর পর এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে আহমার্স্ট স্ট্রিট থানার পুলিশ৷ মৃত ফল বিক্রেতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ অভিযুক্তকে শনাক্ত করার পাশাপাশি কেন ওই ফল বিক্রেতাকে খুন করা হল, সেই কারণও জানার চেষ্টা করছে পুলিশ৷ খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2025 12:11 PM IST










