মস্তিষ্কের টিউমার সারাতে এবার ভরসা সরকারি হাসপাতাল! ‘গামা-রে’ চিকিৎসা পাবেন একেবারে বিনামূল্যে!

Last Updated:

পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে গামা রশ্মি দিয়ে মস্তিষ্কের টিউমার চিকিৎসা শুরু হচ্ছে। কোথায় গেলে পাবেন সেরা চিকিৎসা? জানুন।

মস্তিষ্কের টিউমার সারাতে এবার ভরসা সরকারি হাসপাতাল! ‘গামা-রে’ চিকিৎসা পাবেন একেবারে বিনামূল্যে!
মস্তিষ্কের টিউমার সারাতে এবার ভরসা সরকারি হাসপাতাল! ‘গামা-রে’ চিকিৎসা পাবেন একেবারে বিনামূল্যে!
রাজ্যে এবার মস্তিষ্কের টিউমারের বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র— গামা রশ্মি। এই প্রযুক্তির সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি হাসপাতালে শুরু হচ্ছে ‘গামা-রে ট্রিটমেন্ট’। এতদিন এই চিকিৎসা শুধুই বেসরকারি পরিসরে পাওয়া যেত, যার খরচ কয়েক লক্ষ টাকা পর্যন্ত পৌঁছত। এবার পূর্ব ভারতে প্রথম, পশ্চিমবঙ্গেই শুরু হচ্ছে সরকারি উদ্যোগে এই অত্যাধুনিক চিকিৎসা।
গামা রশ্মি দিয়ে ক্যানসার কোষের ডিএনএ-কে টার্গেট করে ধ্বংস করা হয়। বিশেষত, মস্তিষ্কের গভীরে অবস্থিত টিউমার অপারেশন ছাড়াই এই পদ্ধতিতে ধ্বংস করা সম্ভব। চিকিৎসা ক্ষেত্রের এই নতুন দিগন্ত খুলে যাচ্ছে বাংলার সরকারি স্নায়ু চিকিৎসা পরিকাঠামোতে।
advertisement
advertisement
এই পরিষেবার সূচনা হচ্ছে মল্লিকবাজারের ‘ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স’-এ, যেটি এ বছর পয়লা বৈশাখে ১৬ বছরে পা দিল। অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি বলেন, “ত্রিশ বছর আগেও মস্তিষ্কের জটিল রোগ মানেই মৃত্যু নিশ্চিত বলেই ধরে নেওয়া হত। কিন্তু এখন সেই ছবি বদলেছে। এখন বাংলাতেই মিলছে বিশ্বমানের স্নায়ু চিকিৎসা।”
advertisement
রাজ্যে প্রতি বছর প্রায় দেড় লক্ষ মানুষ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন, যার অন্যতম কারণ প্রক্রিয়াজাত খাবার ও উচ্চমাত্রার নুন। আগে এই রোগীরা চিকিৎসা পেতেন না, এখন প্রান্তিক এলাকাতেও পৌঁছেছে স্নায়ু চিকিৎসা।
চিকিৎসার চাহিদা বাড়ায় এন্টালি কনভেন্ট রোডে ২০০ বেডের একটি নতুন স্নায়ু হাসপাতাল গড়ছে রাজ্য সরকার। পাশাপাশি, উত্তর ২৪ পরগণার ৮০ একর জমির উপর গড়ে উঠছে ‘স্নায়ুতীর্থ’ — নতুন ক্যাম্পাস এবং ৬০৫ বেডের হাসপাতাল ও ১৫০ আসনের মেডিকেল কলেজ। থাকছে জৈব গবেষণা কেন্দ্র এবং স্পোর্টস মেডিসিন গবেষণার সুযোগও।
advertisement
‘ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স’-এর কর্ণধার আরপি সেনগুপ্ত জানান, এই নতুন পরিকাঠামোতেও স্বাস্থ্যসাথী কার্ডের সমস্ত সুবিধা পাওয়া যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস, এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ মহারাজ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
মস্তিষ্কের টিউমার সারাতে এবার ভরসা সরকারি হাসপাতাল! ‘গামা-রে’ চিকিৎসা পাবেন একেবারে বিনামূল্যে!
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement