মেডিক্যাল কলেজে ভর্তির নামে প্রতারণা! গ্রেফতার আইনজীবী

representative image

representative image

মেডিক্যাল কলেজে ভরতির নামে প্রতারণা! গ্রেফতার ১ আইনজীবী

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: মেডিক্যাল কলেজে ভর্তির নামে প্রতারণা। গ্রেফতার ১ আইনজীবী। ধৃতের নাম অনিলকুমার যাদব। উত্তরপ্রদেশের বাসিন্দা অনিল। কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তির টোপ দিতেন অনিল। তাঁর সঙ্গে যুক্ত ছিল আরও এক ব্যক্তি। তাঁকে ৫ মে গ্রেফতার করে পুলিশ। তাঁর সূত্র ধরেই অনিলকে আটক করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ। জানা গিয়েছে, অনিল মূলত ওই ব্যক্তিকে সহযোগিতা করতেন। দক্ষিণ কলকাতায় অফিসও খুলেছিলেন অনিল।

    লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ অনিলের বিরুদ্ধে। বিধাননগর আদালতে পেশ করা হবে অনিলকে।

    আরও পড়ুন-লাগাতার ১৬ দিন, আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, জেনে নিন কলকাতার দাম

    First published:

    Tags: Admission in different medical college, Fraud Case, Kolkata incedent, Lawyer arrested