#কলকাতা: রাজ্যে ঢুকেও থমকে মৌসুমি বাতাস ৷ দাপট দেখাচ্ছে পশ্চিমী গরম হাওয়া ৷ এখনই নিম্নচাপের সম্ভাবনা ক্ষীণ ৷ নিম্নচাপ না থাকায় বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে ৷ পশ্চিমের জেলাগুলিতে বইছে লু ৷ বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা থেকে বইছে লু ৷ এর ফলে, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে চলছে তাপপ্রবাহ ৷ এখনও ৫ থেকে ৬ দিন চলবে এই তাপপ্রবাহ ৷
আরও পড়ুন: কলকাতায় বইবে লু, তাপপ্রবাহের সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে
তবে তারই মাঝে উত্তরবঙ্গের জন্য স্বস্তির বার্তা নিয়ে এল আলিপুর আবহাওয়া দফতর ৷ সন্ধে ছ’টার মধ্যে উত্তরের সাত জেলায় বজ্রবিদ্যুত-সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণ ও উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
আরও পড়ুন: প্রখর রোদে শুকিয়ে যাচ্ছে কুঁড়ি, ক্ষতির শঙ্কায় ফুলচাষিরা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Heat Wave, Heavy Rainfall, Monsoon, Rainfall and Thunderstorm