আধার কার্ড বা স্বাস্থ্যসাথী না থাকলেও ফেরানো যাবে না লক্ষীর ভাণ্ডারের আবেদনকারীকে

Last Updated:

জেলাশাসকদের নির্দেশে তিনি জানিয়েছেন, লক্ষীর ভাণ্ডারের জন্য যে সমস্ত মহিলারা আবেদন করতে আসবেন, তাঁদের কোনওভাবেই শিবির থেকে ফেরানো যাবে না।

নবান্নের ফাইল ছবি
নবান্নের ফাইল ছবি
#কলকাতা:  লক্ষীর ভাণ্ডার নিয়ে মুখ্যসচিব বিশেষ নির্দেশ দিলেন জেলাশাসকদের। গত ১ নভেম্বর থেকেই রাজ্য জুড়ে দুয়ারের সরকার শিবির শুরু হয়েছে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সেই দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলারা আবেদন করতে এলেও অনেক মহিলাকে ফিরে যেতে হচ্ছে। আধার কার্ড না থাকা বা আধার নম্বর না থাকা বা স্বাস্থ্যসাথী কার্ড না থাকার জন্য ফিরে যেতে হচ্ছে এমনটাই অভিযোগ এসেছে নবান্নে।
তার জন্যই শনিবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জেলাশাসকদের নির্দেশে তিনি জানিয়েছেন, লক্ষীর ভাণ্ডারের জন্য যে সমস্ত মহিলারা আবেদন করতে আসবেন, তাঁদের কোনওভাবেই শিবির থেকে ফেরানো যাবে না। আধার কার্ড বা আধার কার্ডের নম্বর না থাকা বা তাঁর স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও তাঁদেরকে ফেরানো বা বাতিল করা যাবে না। আধারের নম্বর না থাকা বা আধার ভ্যালিডেশন না থাকা কোনও স্কিমের বাতিলের কারণ হতে পারে না। তাই সব জেলাশাসককে এই নির্দেশ নিশ্চিত করতে বলা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
advertisement
 এখনও দুয়ারে সরকারের শিবির চলছে বিভিন্ন জেলায়। তাই এর পর যাতে কোনও এই ধরনের অভিযোগ না আসে, তার জন্য জেলাশাসকদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে মুখ্যসচিবের তরফ থেকে, নবান্ন সূত্রে খবর এমনই। মূলত আগামী ৩০  নভেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চলবে বিভিন্ন জেলায় জেলায়। মোট ২৭ দফা প্রকল্পের সুবিধা এ বারের দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে সরাসরি পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে। দুয়ারে সরকার শিবিরে আরও দুটি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে৷ তার নির্দেশিকা দিয়ে জানিয়েছেন নবান্ন। জমির পাট্টা দেওয়ার আবেদন পত্র এবং নতুন বিদ্যুতের সংযোগ ও বিদ্যুতের বকেয়া বিল মেটানো, এই দুই সুযোগ মিলবে।
advertisement
৩১ ডিসেম্বরের মধ্যে সব আবেদনপত্রের নিষ্পত্তিও করে দেওয়া হবে বলে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে রাজ্য। এই দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে এ বার একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য, আধার সংক্রান্ত তথ্য, জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধীদের শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষি ও প্রাণী সম্পদ দফতরের কিষান ক্রেডিট কার্ড, ওয়েবার ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীগুলির ক্রেডিট লিঙ্ক, কৃষির পরিকাঠামো সংক্রান্ত তথ্য, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন, এমনই সুবিধা পাওয়া যাবে এ বারের দুয়ারে সরকার শিবিরগুলির মাধ্যমে।
advertisement
প্রায় ৫ কোটি ৬০ লক্ষ মানুষকে দুয়ারে সরকার শিবিরগুলির মাধ্যমে সুবিধা দেওয়া হয়েছে রাজ্যজুড়ে বলে দাবি করেছে নবান্নের শীর্ষ মহল। দুয়ারে সরকার শিবিরগুলির পাশাপাশি পাড়ায় সমাধানও যে চলবে সে বিষয়ে ও ইতিমধ্যেই জানিয়েছে নবান্ন। পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পে আলাদা করেও কাউন্টার রাখতে হবে যে কোন অভিযোগ জানানোর জন্য।যা নিয়ে ইতিমধ্যে নির্দিষ্ট জারি করা হয়েছে নবান্নের তরফে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/কলকাতা/
আধার কার্ড বা স্বাস্থ্যসাথী না থাকলেও ফেরানো যাবে না লক্ষীর ভাণ্ডারের আবেদনকারীকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement