Flight Rule Change: ডোমেস্টিক ফ্লাইটে যাত্রী সংখ্যা বাড়ল! বিরাট আপডেট দিল কেন্দ্রীয় মন্ত্রক
- Published by:Sanjukta Sarkar
- Written by:Sourav Tewari
Last Updated:
Flight Rule Change: কেন্দ্রীয় সিভিল এভিয়েশন মন্ত্রক সূত্রের খবর ২০২৩ সালের জানুয়ারি থেকে অগাস্ট মাসের মধ্যে অন্তর্দেশীয় বিমানে প্রায় ১১৯০.৬২ লাখ যাত্রী যাতায়াত করেছেন।
কলকাতা: অন্তর্দেশীয় বিমানের বার্ষিক এবং মাসিক যাত্রী বহনের সংখ্যা বৃদ্ধি করা হল। মন্ত্রকের দাবি, এই সংখ্যা একটি উল্লেখযোগ্য বৃদ্ধি।কেন্দ্রীয় সিভিল এভিয়েশন মন্ত্রক সূত্রের খবর ২০২৩ সালের জানুয়ারি থেকে অগাস্ট মাসের মধ্যে অন্তর্দেশীয় বিমানে প্রায় ১১৯০.৬২ লাখ যাত্রী যাতায়াত করেছেন।
পাশাপাশি অন্তর্দেশীয় বিমানে বার্ষিক ৩৮.২৭ শতাংশ এবং মাসিক ২৩.১৩ শতাংশ যাত্রী বহনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। অন্ত দেশীয় বিমান গুলির সামগ্রিক বাতিলের হার ০.৬৫ শতাংশ কমেছে।
আরও পড়ুন: বাচ্চাদের ‘হাফ টিকিটের’ নিয়মে বদল…! কোটি কোটি টাকার লাভ ভারতীয় রেলের! চমকে দেওয়া তথ্য ফাঁস
advertisement
অন্তর্দেশীয় বিমান ব্যবসায় ২০২৩ সালে জানুয়ারি থেকে অগাস্ট ,গত ৮ মাসে উল্লেখ্যযোগ্য বৃদ্ধি পেয়েছে। চলতি তথ্য অনুযায়ী বিমানে প্রায় ১১৯০.৬২ লাখ যাত্রী যাতায়াত করেছে। যা বার্ষিক ৩৮.২৭ শতাংশ ,আগের অর্থ বর্ষের সংখ্যা থেকে বৃদ্ধি দাবি কেন্দ্রীয় সিভিল এভিয়েশন মন্ত্রক এর।
advertisement
কেন্দ্রীয় সিভিল এভিয়েশন মন্ত্রকের দাবি শুধুমাত্র অগাস্ট ২০২৩ এই ২৩.১৩% এর উল্লেখযোগ্য মাসিক বৃদ্ধির হার প্রত্যক্ষ করেছে, যাত্রী সংখ্যা ১৪৮.২৭ লাখে উন্নীত হয়েছে। যাত্রী বৃদ্ধির এই ঊর্ধ্বমুখী প্রবণতা বিশ্বব্যাপী মহামারী দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জ থেকে অন্তর্দেশীয় বিমান ব্যবসায় স্থিতিস্থাপকতা এবং পুনরুদ্ধারকে প্রতিফলিত করেছে।
advertisement
যাত্রী ট্র্যাফিকের যাতায়াতের শতাংশের বৃদ্ধি সত্ত্বেও, এটি লক্ষণীয় যে অগাস্ট ২০২৩-এ নির্ধারিত অন্তর্দেশীয় বিমান সংস্থাগুলির জন্য সামগ্রিক বাতিলের হার ছিল মাত্র ০.৬৫%। অগাস্ট 2023 এর মধ্যে, নির্ধারিত অন্তর্দেশীয় বিমানগুলিতে মোট ২৮৮ যাত্রী-সম্পর্কিত অভিযোগ পাওয়া গিয়েছে। প্রতি ১০,000 যাত্রীর মধ্যে প্রতি ০.২৩টি অভিযোগের হার। এই কম অভিযোগ এবং বাতিলের হার গ্রাহকের সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার এবং যাত্রীদের নির্ভরযোগ্য এবং দক্ষ পরিষেবা প্রদানের জন্য শিল্পের প্রচেষ্টার একটি প্রমাণ।
advertisement
এই সেক্টরে বৃদ্ধির প্রশংসা করে, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন ও ইস্পাত মন্ত্রী বলেন এই ধারাবাহিক বৃদ্ধি একটি নিরাপদ, দক্ষ গড়ে তোলার জন্য বিমান সংস্থা, বিমানবন্দর এবং ওই অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সম্মিলিত প্রচেষ্টার প্রমাণ।
গ্রাহক-কেন্দ্রিক বিমান চালনা ইকোসিস্টেম। এভিয়েশন ইন্ডাস্ট্রি ভ্রমণের চাহিদা এবং বিধিবিধানের সাথে খাপ খাইয়ে যাত্রীদের নিরাপত্তা ও আরাম নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেহেতু বিমান ভ্রমণ পুনরুদ্ধার অব্যাহত রয়েছে, অভ্যন্তরীণ এয়ারলাইনগুলি ভারত জুড়ে অর্থনৈতিক বৃদ্ধি এবং সংযোগের সুবিধার্থে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত। এমনটাই জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন ও ইস্পাত মন্ত্রী দাবি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2023 8:20 AM IST