Home /News /kolkata /
Dum Dum Firing: সাত সকালে দমদমে গুলি, অল্পের জন্য বাঁচলেন দমকল কর্মী! এলাকায় তীব্র আতঙ্ক

Dum Dum Firing: সাত সকালে দমদমে গুলি, অল্পের জন্য বাঁচলেন দমকল কর্মী! এলাকায় তীব্র আতঙ্ক

স্নেহাশিস রায় নামে এই দমকলকর্মীকে লক্ষ্য করেই চলে গুলি, ঘটনাস্থলে পুলিশ৷

স্নেহাশিস রায় নামে এই দমকলকর্মীকে লক্ষ্য করেই চলে গুলি, ঘটনাস্থলে পুলিশ৷

গোরবাজারে দমদম পুরসভার পাশেই দমদম দমকল কেন্দ্র৷ এ রকম ব্যস্ত এলাকায় সাত সকালে গুলি চালানোর ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায়৷

 • Share this:

  #অনুুপ চক্রবর্তী, দমদম: সাত সকালে দমদমে চলল গুলি৷ বরাত জোরে প্রাণে বাঁচলেন এক দমকল কর্মী৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে দমদমের গোরাবাজার এলাকায়৷

  স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে গোরাবাজারে দমদম দমকল কেন্দ্রে হাজির হন দুই যুবক৷ স্নেহাশিস রায় নামে এক দমকলকর্মীর খোঁজ করতে থাকেন তাঁরা৷ স্নেহাশিসবাবু বাইরে বেরোতে ওই দুই যুবক জানায়, তাঁর কাছে কোনও একটি বিষয়ে ক্ষমা চাইবে তাঁরা৷ এর পরেই ব্যাগের ভিতর থেকে আগ্নেয়াস্ত্র বের করে ওই দমকলকর্মীকে লক্ষ্য করে পর পর দু' বার গুলি চালায় এক যুবক৷ যদিও অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই দমকলকর্মী৷

  আরও পড়ুন: নেশাগ্রস্ত অবস্থায় গালাগালি দিতে দিতে রোগী দেখা চলছিল, সামনে এল বড় সত্যি

  গুলির শব্দ শুনেই ছুটে আসেন আশপাশে থাকা সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা৷ ছুটে আসেন অন্যান্য দমকলকর্মীরা৷ যদিও গুলি চালিয়ে পালায় দুই যুবক৷

  আরও পড়ুন: CCTV ক্যামেরা সাক্ষী, চারচাকা গাড়িতে এসে মন্দিরের প্রণামী বাক্স তুলে নিল শ্যুট-বুট পরা চোর

  গোরবাজারে দমদম পুরসভার পাশেই দমদম দমকল কেন্দ্র৷ এ রকম ব্যস্ত এলাকায় সাত সকালে গুলি চালানোর ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমদম থানার পুলিশ৷ কী কারণে ওই দমকল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হল, ওই যুবকের সঙ্গে তাঁর কোনও পুরনো শত্রুতা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷

  প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কয়েকদিন আগে দমকল কেন্দ্রের বাইরে বাইক রাখা নিয়ে ওই দমকলকর্মীর সঙ্গে দুই যুবকের বচসা হয়েছিল৷ তারই জেরে এ দিনের হামলা বলেই মনে করা হচ্ছে৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ আতঙ্কিত দমকল কর্মী স্নেহাশিস রায় বলেন, 'বন্দুক বের করতে দেখে দু' পা পিছিয়ে যাই, তাই প্রাণে বেঁচেছি৷'

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: Dum Dum, Firing

  পরবর্তী খবর