#বারুইপুর: সাতসকালেই নেশাগ্রস্ত অবস্থায় রুগী দেখছিলেন ডাক্তারবাবু। সেই সাথে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন রুগী ও তার আত্মীয়দের। এই ঘটনায় ডেকে আনল বিপদ। নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুর থেকে গ্রেফতার ভুয়ো চিকিৎসক। নাম অশোক মণ্ডল।
তাঁর বিরুদ্ধে অভিযোগ আলিপুরদুয়ারের এক চিকিৎসক মোহিত কুমার সাঁতরার রেজিস্ট্রেশন জাল করে চিকিৎসা করে করছিলেন তিনি। প্রায় আড়াই বছর ধরে এখানে বসবাস করছেন তিনি। কোভিডের সময় এলাকার বাসিন্দাদেরও চিকিৎসা করেছেন বলে স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা গিয়েছে। এলাকাতেই একটি বাড়ি ভাড়া নিয়ে লাইফ ক্লিনিক নামেও একটি সেন্টার খুলেছিলেন।
আরও পড়ুন - Wriddhiman Saha News: "বাংলা ছেড়ে কোন রাজ্যে খেলব তা এখনও ঠিক করিনি", ত্রিপুরার পাশাপাশি ঋদ্ধিকে ভাবাচ্ছে গুজরাত ও বরোদার প্রস্তাবসেখানেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ। চিকিৎসা করার পাশাপাশি ডেথ সার্টিফিকেটও দিতেন অভিযুক্ত। অভিযুক্তকে আজই বারুইপুর মহকুমা আদালতে পেশ করবে নরেন্দ্রপুর থানার পুলিশ।
Arpan Mondalনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।