Firhad Hakim: তৃণমূল ছেড়ে পুরভোটে নির্দল প্রার্থী? 'ওজন' বুঝিয়ে 'শাস্তি'র হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের

Last Updated:

Firhad Hakim: শুধু নিজের দল নয়, এদিন বিজেপির বিরুদ্ধেও সুর চড়িয়েছেন ফিরহাদ হাকিম।

ফাইল ছবি
ফাইল ছবি
#কলকাতা: দল সতর্ক করার পরেও যারা পুরভোটে নির্দল হয়ে দাঁড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে তৃণমূল। মঙ্গলবার এমনটাই হুঁশিয়ারি দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, ''দলের সিদ্ধান্ত খুবই কড়া হবে৷ তবে যারা নির্দল হিসাবে দাঁড়াচ্ছেন, তারা নিজেদের ওজন বুঝে যাবেন। মমতা বন্দোপাধ্যায়ের ছবি সরে গেলে কী হয়, সেটা ভোটের ফলেই বুঝতে পারবেন।''
তবে, শুধু নিজের দল নয়, এদিন বিজেপির বিরুদ্ধেও সুর চড়িয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ''বিজেপির রাজনীতির স্বাভাবিক মৃত্যু হওয়ার সময় এসে গেছে। আস্তে আস্তে দেশ থেকে মুছে যাবে। কাঁথি পুরসভায় হারবে বলেই অধিকারী পরিবারের কেউ দাঁড়াতে চায়নি। শুভেন্দুর ভাইও তাই দাঁড়াল না।''
advertisement
advertisement
ভোটে লড়ার টিকিট না পেয়ে তৃণমূল ত্যাগ করে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেকেই। সোনারপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি উত্তম দাস, তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। পুরনির্বাচনে দলের টিকিট না পেয়ে তৃণমূল ছাড়লেন উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভার বিদায়ী পুরপ্রধান সুভাষ দত্তও। বিভিন্ন জায়গায় তৃণমূলের কোন্দলও প্রকাশ্যে এসেছে।
advertisement
উল্লেখ্য, এর আগে কলকাতা পুরনিগম ভোটে তৃণমূলে থেকে অনেকেই নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন। এদের মধ্যে তিন জন নির্দল প্রার্থী হিসাবে জেতেন। নির্দল প্রার্থী হিসাবে জয়লাভের পর তাঁর তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশও করেছিলেন। কিন্তু তৃণমূল নেত্রী তাঁদের নিতে রাজি হননি। এবারে অবশ্য তৃণমূল ত্যাগ করেই ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন অনেকে। আর তাঁদের বিরুদ্ধেই এবার কড়া হুঁশিয়ারি দিলেন ফিরহাদ হাকিম।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim: তৃণমূল ছেড়ে পুরভোটে নির্দল প্রার্থী? 'ওজন' বুঝিয়ে 'শাস্তি'র হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement