ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে আমন্ত্রিত নন মমতা, উদ্বোধন অনুষ্ঠান বয়কট রাজ্য সরকারের
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
মেট্রোর আচরণে ক্ষোভে ফুটছে রাজ্য। পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি ৷
#কলকাতা: ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে আমন্ত্রণ পাননি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য সরকারকে অন্ধকারে রেখেই তিলোত্তমার স্বপ্নের প্রজেক্টের উদ্বোধন করছে কেন্দ্র অভিযোগ রাজ্যের ৷ অনেক অপেক্ষার পর নতুন রুটে ছুটবে মেট্রো। সেই ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে থাকছে না রাজ্যের কোনও প্রতিনিধি। উদ্বোধনী অনুষ্ঠানের আগে এনিয়ে তরজা তুঙ্গে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের আগে তুমুল তরজা। ফল, মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না রাজ্য। মেট্রোর আচরণে ক্ষোভে ফুটছে রাজ্য। পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে ৷ রাজ্যকে অন্ধকারে রেখে উদ্বোধন ৷ মমতার স্বপ্নের প্রকল্প এই মেট্রো ৷ সেই মেট্রোর উদ্বোধন নিয়ে অন্ধকারে রাজ্য ৷
advertisement
সেক্টর ফাইভ থেকেম সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। থাকছেন কেন্দ্রের বন ও পরিবেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়। মেট্রোর তরফে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন, বারাসাত লোকসভা কেন্দ্র সাংসদকাকলি ঘোষদস্তিদার, দমকলমন্ত্রী ও স্থানীয় বিধায়ক সুজিত, বিধাননগর মেয়র কৃষ্ণা চক্রবর্তী ৷
advertisement
তিন আমন্ত্রিতের কেউই উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না। রাজ্যের শাসকদলের ক্ষোভ, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় ইস্ট-ওয়েস্ট প্রকল্পের সূচনা করলেও তাঁকে জানানোর সৌজন্যও দেখায়নি রেলমন্ত্রক। এব্যাপারে মন্তব্য করতে চাননি মেট্রোর মুখ্য জনসংযোগ অফিসার ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। যদিও মেট্রোর তরফে দাবি করা হচ্ছে, রেলের নিয়ম মেনেই স্থানীয় জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। নিয়ম ভাঙার ঘটনা ঘটেনি ৷ অনেক লম্বা অপেক্ষার পর চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। তার ঠিক আগেই মেট্রো ঘিরে রাজনৈতিক উত্তাপ চড়ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2020 9:43 PM IST