'আমার নাম ববি হাকিম বলেই...', বিরোধীদের উড়িয়ে দিয়ে ইডি-তে 'খুশি' ফিরহাদ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Firhad Hakim: আত্মপক্ষ সমর্থনে ফিরহাদ হাকিম এদিন বলেন, ''আমি কোন অনৈতিক কাজ করিনি। ববি হাকিম বলে বিরোধীদের বেশি গায়ে লাগছে।''
#কলকাতা: গার্ডেনরিচের পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা৷ আর তার জেরেই বিরোধীদের নিশানায় পড়েছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী এবং বন্দর এলাকার বিধায়ক ফিরহাদ হাকিম৷ বিরোধীদের অভিযোগ, যে ব্যবসায়ীর বাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে, তিনি ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ৷ অবশ্য বিরোধীদের পাল্টা জবাব দিয়েছেন কলকাতার মেয়রও। তাঁর পাল্টা প্রশ্ন, 'বন্দর এলাকায় হাজার হাজার ব্যবসায়ী আছে৷ তাঁরা প্রত্যেককে কি আমি চিনি? এসব পাগলের মতো কথা৷' রবিবার তিনি আরও বলেন, ''ইডি তদন্ত করবে। তদন্ত তদন্তের পথেই চলবে। তাদের কাজে আমি খুশি। তবে পার্ক স্ট্রিট থানার উচিত ছিল অনেক আগেই বিষয়টা দেখার, তারা সেটা দেখেনি কেন, সেটা খতিয়ে দেখা হবে।''
আত্মপক্ষ সমর্থনে ফিরহাদ এদিন বলেন, ''আমি কোন অনৈতিক কাজ করিনি। ববি হাকিম বলে বিরোধীদের বেশি গায়ে লাগছে। এলাকায় কে কী করছে, সেটা সবকিছু বিধায়কের জানার কথা নয়। আমার নাম ববি হাকিম বলেই কুৎসা বেশি রটাচ্ছে, কী করা যাবে আর।''
advertisement
advertisement
এদিকে, শনিবার রাতেই গার্ডেনরিচে রহস্যমৃত্যু ঘটেছে ১৩৩ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলে পিন্টু শীল। প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ। সেই প্রসঙ্গেও এদিন মুখ খুলেছেন ফিরহাদ। বলেন, ''আত্মহত্যার প্রবণতা কেন বাড়ছে জানি না। কী কারনে আত্মহত্যা বুঝতে পারছি না। সব থেকে খারাপ লাগে আমাদের মত বুড়োরা বেঁচে আছে আর অল্প বয়সী ছেলেরা মারা যাচ্ছে। সেটাই সবথেকে খারাপ লাগার বিষয়।''
advertisement
তবে, শনিবার গার্ডেনরিচের টাকা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে ফিরহাদ বলেছিলেন, 'আমার মনে হয়, বাংলার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই এই আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে৷ এত অভিযান চলছে৷ যেখানে টাকা উদ্ধার হচ্ছে, অভিযোগের সত্যতা রয়েছে, সেখানে ঠিক আছে৷ কিন্তু তা বাদ দিয়ে এত অভিযান করে ব্যবসায়ীদের বার্তা দেওয়া হচ্ছে, বাংলায় ব্যবসা বিনিয়োগ করতে যেও না৷ এই কারণেই চোদ্দ হাজার ব্যবসায়ী ভারত ছেড়ে বিদেশে চলে গিয়েছেন৷ এটা বাংলার অর্থনীতিকে ভেঙে দেওয়ার চক্রান্ত বলেই আমার মনে হচ্ছে৷' তাঁর বিধানসভা এলাকার ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে বলে তার জবাবদিহি করতেও রাজি হননি পুরমন্ত্রী৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2022 1:51 PM IST