Firhad Hakim on Kasba shootout: 'মুখ্যমন্ত্রী বলার পরেও কী করে ঢুকছে অস্ত্র?' পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন ক্ষুব্ধ ফিরহাদ

Last Updated:

গতকাল রাতে কসবা এলাকার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষকে প্রাণে মারার চেষ্টা হয়৷

পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ফিরহাদ৷
পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ফিরহাদ৷
কলকাতা: কসবায় তৃণমূল কাউন্সিলরের উপরে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ মুখ্যমন্ত্রী বার বার বলার পরেও কী করে অন্য রাজ্য থেকে দুষ্কৃতী এবং অস্ত্র বাংলায় আসছে, তা নিয়ে প্রশ্ন তুললেন ফিরহাদ৷
গতকাল রাতে কসবা এলাকার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষকে প্রাণে মারার চেষ্টা হয়৷ যদিও বরাতজোরে প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলর৷ ঘটনাস্থল থেকেই যুবরাজ সিং নামে এক দুষ্কৃতী ধরা পড়ে৷ ওই দুষ্কৃতীর মুখেই শোনা গিয়েছিল জনৈক ইকবালের নাম৷ পুলিশ সূত্রে খবর, এই ইকবালই তিন জন দুষ্কৃতীকে বিহার থেকে নিয়ে আসা হয়৷ এ দিন পূর্ব বর্ধমানের গলসি থেকে ঘটনার মূল চক্রী আফরোজ ওরফে গুলজার ওরফে ইকবালকেও গ্রেফতার করে পুলিশ৷
advertisement
advertisement
দলীয় কাউন্সিলরের উপরে এই হামলার ঘটনায় পুলিশের উপরেই ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, এনাফ ইজ এনাফ৷ উত্তর প্রদেশ, বিহার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না৷ আমাদের কাউন্সিলর খুন হলে তাঁর পরিবার, আমার দল ক্ষতিগ্রস্ত হত৷ পুলিশকে বলব অ্যাক্ট নাউ৷ মুখ্যমন্ত্রী পুলিশকে বার বার বলার পরেও কী করে বাইরে থেকে অস্ত্র, দুষ্কৃতী বাংলায় ঢুকছে? ইন্টেলিজেন্স কোথায়? আমাদের রাজ্যটা অপরাধীদের জন্য নয়৷ বলছে মুঙ্গের থেকে অস্ত্র আসছে৷ অস্ত্র যাতে না আসে সেটা তো পুলিশকে দেখতে হবে৷
advertisement
জল জমলে তো আমি পুলিশকে গিয়ে জিজ্ঞেস করব না কীভাব জল নামবে? সেভাবে পুলিশকেই অস্ত্র, দুষ্কৃতী আসা আটকাতে হবে৷
এ দিন বিকেলে আক্রান্ত কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গে দেখাও করতে আসেন ফিরহাদ হাকিম৷ তিনি জানান, রাজনীতি ছাড়ার কথা বললেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছেন সুশান্ত৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim on Kasba shootout: 'মুখ্যমন্ত্রী বলার পরেও কী করে ঢুকছে অস্ত্র?' পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন ক্ষুব্ধ ফিরহাদ
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement