Firhad Hakim on Kasba shootout: 'মুখ্যমন্ত্রী বলার পরেও কী করে ঢুকছে অস্ত্র?' পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন ক্ষুব্ধ ফিরহাদ

Last Updated:

গতকাল রাতে কসবা এলাকার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষকে প্রাণে মারার চেষ্টা হয়৷

পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ফিরহাদ৷
পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ফিরহাদ৷
কলকাতা: কসবায় তৃণমূল কাউন্সিলরের উপরে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ মুখ্যমন্ত্রী বার বার বলার পরেও কী করে অন্য রাজ্য থেকে দুষ্কৃতী এবং অস্ত্র বাংলায় আসছে, তা নিয়ে প্রশ্ন তুললেন ফিরহাদ৷
গতকাল রাতে কসবা এলাকার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষকে প্রাণে মারার চেষ্টা হয়৷ যদিও বরাতজোরে প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলর৷ ঘটনাস্থল থেকেই যুবরাজ সিং নামে এক দুষ্কৃতী ধরা পড়ে৷ ওই দুষ্কৃতীর মুখেই শোনা গিয়েছিল জনৈক ইকবালের নাম৷ পুলিশ সূত্রে খবর, এই ইকবালই তিন জন দুষ্কৃতীকে বিহার থেকে নিয়ে আসা হয়৷ এ দিন পূর্ব বর্ধমানের গলসি থেকে ঘটনার মূল চক্রী আফরোজ ওরফে গুলজার ওরফে ইকবালকেও গ্রেফতার করে পুলিশ৷
advertisement
advertisement
দলীয় কাউন্সিলরের উপরে এই হামলার ঘটনায় পুলিশের উপরেই ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, এনাফ ইজ এনাফ৷ উত্তর প্রদেশ, বিহার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না৷ আমাদের কাউন্সিলর খুন হলে তাঁর পরিবার, আমার দল ক্ষতিগ্রস্ত হত৷ পুলিশকে বলব অ্যাক্ট নাউ৷ মুখ্যমন্ত্রী পুলিশকে বার বার বলার পরেও কী করে বাইরে থেকে অস্ত্র, দুষ্কৃতী বাংলায় ঢুকছে? ইন্টেলিজেন্স কোথায়? আমাদের রাজ্যটা অপরাধীদের জন্য নয়৷ বলছে মুঙ্গের থেকে অস্ত্র আসছে৷ অস্ত্র যাতে না আসে সেটা তো পুলিশকে দেখতে হবে৷
advertisement
জল জমলে তো আমি পুলিশকে গিয়ে জিজ্ঞেস করব না কীভাব জল নামবে? সেভাবে পুলিশকেই অস্ত্র, দুষ্কৃতী আসা আটকাতে হবে৷
এ দিন বিকেলে আক্রান্ত কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গে দেখাও করতে আসেন ফিরহাদ হাকিম৷ তিনি জানান, রাজনীতি ছাড়ার কথা বললেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছেন সুশান্ত৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim on Kasba shootout: 'মুখ্যমন্ত্রী বলার পরেও কী করে ঢুকছে অস্ত্র?' পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন ক্ষুব্ধ ফিরহাদ
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement