Kasba shootout update: কসবায় তৃণমূল কাউন্সিলরের উপরে হামলার ঘটনায় গ্রেফতার মাস্টারমাইন্ড, গলসিতে পুলিশের জালে ইকবাল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
গতকাল রাতে কসবা তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষকে প্রাণে মারার চেষ্টা হয়৷ যদিও বরাতজোরে প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলর৷
কলকাতা: কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপরে হামলার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ৷ পূ্র্ব বর্ধমানের গলসি থেকে আফরোজ ওরফে গুলজার ওরফে ইকবালকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা৷
গতকাল রাতে কসবা তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষকে প্রাণে মারার চেষ্টা হয়৷ যদিও বরাতজোরে প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলর৷ ঘটনাস্থল থেকেই যুবরাজ সিং নামে এক দুষ্কৃতী ধরা পড়ে৷ ওই দুষ্কৃতীর মুখেই শোনা গিয়েছিল জনৈক ইকবালের নাম৷ পুলিশ সূত্রে খবর, এই ইকবালই তিন জন দুষ্কৃতীকে বিহার থেকে নিয়ে আসে৷
আরও পড়ুন: ব্ল্যাকমেল করে টাকা চাইতেন মহিলা! নাম লিখে আত্মঘাতী উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান?
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ঘটনার পর গুলজার ওরফে ইকবাল প্রথমে ই এম বাইপাস সংলগ্ন এলাকায় লুকিয়ে ছিল৷ এর পর নিজের মোটরসাইকেলে করেই হাওড়া হয়ে বর্ধমানের দিকে এগোতে থাকে৷ ইকবালের গতিবিধি সম্পর্কে আগে থেকেই পূর্ব বর্ধমান জেলা পুলিশকে সতর্ক করে রেখেছিল কলকাতা পুলিশ৷ এ দিন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর গলসি থানার নাকা তল্লাশি চলাকালীন ধরা পড়ে যায় ইকবাল৷ ধৃত ইকবাল কলকাতারই বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর৷
advertisement
এই নিয়ে কসবা কাণ্ডে মোট তিনজনকে গ্রেফতার করল পুলিশ৷ তাদের মধ্যে এক ট্যাক্সি চালকও রয়েছে৷ সূত্রের খবর, যুবরাজ সিং নামে ধৃত দুষ্কৃতী যুবরাজ সিং জেরায় দাবি করেছে, তাকে শুধু সুশান্ত ঘোষকে ভয় দেখাতে বলা হয়েছিল৷ পরে গাড়িতে করে এসে তৃণমূল কাউন্সিলরের উপরে হামলার ছক ছিল বলেও দাবি করেছে ওই ধৃত দুষ্কৃতী৷
advertisement
কেন সুশান্ত ঘোষের উপরে হামলার এই ছক কষা হল, মাস্টারমাইন্ড ইকবালের গ্রেফতারির পর সেই রহস্য উন্মোচন হতে পারে বলেই মনে করা হচ্ছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 16, 2024 3:55 PM IST