Firhad Hakim: 'আমি কি চোর, চুরি করেছি?' সিবিআই বেরিয়ে যেতেই ক্ষোভে ফেটে পড়লেন ফিরহাদ

Last Updated:

পুর নিয়োগ মামলায় দুর্নীতির তদন্তে এ দিন পুরমন্ত্রীর বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা৷

পরিবারের হেনস্থায় ক্ষুব্ধ ফিরহাদ৷
পরিবারের হেনস্থায় ক্ষুব্ধ ফিরহাদ৷
কলকাতা: সাড়ে ৯ ঘণ্টা ধরে তাঁর বাড়িতে সিবিআই তল্লাশির পর ক্ষোভে ফেটে পড়লেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷
এ দিন সন্ধ্যায় সিবিআই তাঁর বাড়ি থেকে বেরনোর পর সাংবাদিক বৈঠকে পুরমন্ত্রী বলেন, ‘চেতলায় জন্মে বড় হয়েছি৷ এখান থেকে মানুষ আটবার আমাকে ভোটে জিতিয়েছে৷ আমি প্রশ্ন করতে চাই, আমি কি চোর? আমি কি চুরি করেছি? বার বার করে এই হেনস্থা কেন? বিজেপি-র মতাদর্শের সামনে মাথা নত করব না, ওদের খাতায় নাম লেখাবো না বলে আমার হেনস্থা? কী অপরাধ করেছি? যখন খুশি গ্রেফতার করে নিয়ে চলে যাবে, যখন খুশি সারাদিন বাড়িতে এসে তল্লাশি চালাবে৷ আজকে আমার ভাইয়ের শ্রাদ্ধে যেতে দেওয়া হল না৷’
advertisement
advertisement
পুর নিয়োগ মামলায় দুর্নীতির তদন্তে এ দিন পুরমন্ত্রীর বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা৷ ফিরহাদ হাকিমের পাল্টা প্রশ্ন, ‘পুরমন্ত্রীর কাছে পুর নিয়োগ সংক্রান্ত কোনও ফাইল আসে? আইন না পদ্ধতি, কোনওভাবে এটা হয়? যারা চাকরির বিনিময়ে টাকা নেয়, তারা সবথেকে বড় অপরাধী৷ আমি বাম আমলেও লড়াই করেছি, মামলায় জড়িয়েছি৷ িকন্তু এই অপমান হয়নি, বাড়ির লোককে জড়ায়নি৷’
advertisement
রীতিমতো অভিমানের সুরে পুরমন্ত্রী বলেন, ‘ছোট থেকে নিজে ব্যবসা করে বড় হয়েছি৷ মানুষের সেবা করেছি, এটা কি আমার অপরাধ? জীবনে কোনও দিন কোনও অনৈতিক কাজ করিনি৷ মানুষের সেবা করতে এসেছি৷ ব্যক্তিগত ভাবে সুজন চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য, দিলীপ ঘোষরা জানেন৷ বলুন, আমি চোর?
নারদার সময় ভাবলাম আদালতে বিচার পাব৷ কিন্তু সেখানে বিচার হবে না৷ কারণ ওই একই মামলায় শুভেন্দু গ্রেফতার হয়নি৷ চার্জ গঠন হয়নি৷ এ ভাবে তো আমার পরিবারের হেনস্থা হচ্ছে৷’
advertisement
ফিরহাদ আরও বলেন, ‘বিজেপি-কে বলে দিই, অপমান করবেন না৷ সামনে লড়তে পারে না৷ পিছন দিয়ে আমাদের অপমান করে৷ ছিঃ, ছিঃ, ছিঃ৷’ পুরমন্ত্রীর দাবি, তাঁর বাড়ি থেকে কোনও কিছুই বাজেয়াপ্ত করেনি সিবিআই৷ তিনি বলেন, ‘দলিল, সম্পত্তি সংক্রান্ত নথি সব দেখেছে৷ পুরো বাড়ি ঘুরে দেখেছে৷ তবে কিছু বাজেয়াপ্ত করেনি৷
নারদা মামলার প্রসঙ্গ তুলে ফিরহাদ বলেন, নারদায় আমি কী অন্যায় করেছি, কেন আমার জেল হয়েছিল? তবু আমি হাসপাতালে যাইনি, জেলেই থেকেছি৷ বলুক জেলে থাকব, কিন্তু আমার পরিবারকে হেনস্থা বন্ধ করুক৷’
advertisement
পুরমন্ত্রী দাবি করেছেন, অয়ন শীল সংক্রান্ত কোনও প্রশ্ন তাঁকে করা হয়নি৷ এমন কি, তাঁকে সেভাবে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়নি বলেও দাবি করেছেন পুরমন্ত্রী৷ তবে তাঁর পাসপোর্ট, প্যান কার্ড, সম্পত্তি সংক্রান্ত নথি, গয়নার তালিকা তৈরি করে সিবিআই আধিকারিকরা নিয়ে গিয়েছে বলে জানিয়েছেন পুরমন্ত্রী৷
নাম না করে এ দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছেন ফিরহাদ হাকিম৷ তাঁর কটাক্ষ, ‘তুমি সিবিআই-এর ভয়ে বিজেপি-তে যেতে পারো৷ আমি আমার আদর্শ ছেড়ে যাব না৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim: 'আমি কি চোর, চুরি করেছি?' সিবিআই বেরিয়ে যেতেই ক্ষোভে ফেটে পড়লেন ফিরহাদ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement