Firhad Hakim: 'একজন বাবা হিসেবে আমি...' হুক্কা বার নিয়ে আদালতের নির্দেশে যা বললেন ফিরহাদ হাকিম
- Published by:Sanjukta Sarkar
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Firhad Hakim: রাজ্যে বন্ধ হবে না হুক্কা বার। মঙ্গলবার এই মর্মে রায় দেয় কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মেয়র বলেন, "আদালত আমাদের মাথার ওপরে। কোনভাবেই আদালত অবমাননা করা যাবে না। আদালতের নির্দেশ মাথায় পেতে নেব।"
কলকাতা : হুক্কা বার নিয়ে আদালতের রায়ে এবার মুখ খুললেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যে বন্ধ হবে না হুক্কা বার। মঙ্গলবার এই মর্মে রায় দেয় কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মেয়র বলেন, "আদালত আমাদের মাথার ওপরে। কোনভাবেই আদালত অবমাননা করা যাবে না। আদালতের নির্দেশ মাথায় পেতে নেব।"
ফিরহাদ হাকিম বলেন, "একজন বাবা হিসেবে আমি এই কথা বলেছিলাম। অনেক জায়গাতে এমনভাবে ব্রাউন সুগারের ব্যবহার করা হয় যা ধরা পড়বে না। আদালতের কাছে মামলা নেওয়া না নেওয়ার প্রভিশন আছে। রায় হাতে এলে তারপর পরবর্তী পদক্ষেপ ভাবনা চিন্তা করব।"
advertisement
advertisement
মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। বিচারপতি রাজাশেখর মান্থা এই মামলায় একটি নির্দেশ দেন। তিনি স্পষ্ট বলেন, "রাজ্যে হুক্কাবার বন্ধের কোনও রুল নেই। রাজ্যকে বন্ধ করতে হলে নতুন করে আইনের সংশোধন করতে হবে। তাই কলকাতা বা বিধাননগর এলাকায় হুক্কা বার বন্ধ করা যাবে না। এর থেকে কেন্দ্র ও রাজ্য প্রচুর রেভিন্যু আয় করে। আইন মেনেই চলছে কলকাতা এবং বিধাননগর এলাকার হুক্কাবারগুলি। তাই কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না"।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 3:09 PM IST