Firhad Hakim: 'একজন বাবা হিসেবে আমি...' হুক্কা বার নিয়ে আদালতের নির্দেশে যা বললেন ফিরহাদ হাকিম

Last Updated:

Firhad Hakim: রাজ্যে বন্ধ হবে না হুক্কা বার। মঙ্গলবার এই মর্মে রায় দেয় কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মেয়র বলেন, "আদালত আমাদের মাথার ওপরে। কোনভাবেই আদালত অবমাননা করা যাবে না। আদালতের নির্দেশ মাথায় পেতে নেব।"

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম
কলকাতা : হুক্কা বার নিয়ে আদালতের রায়ে এবার মুখ খুললেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যে বন্ধ হবে না হুক্কা বার। মঙ্গলবার এই মর্মে রায় দেয় কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মেয়র বলেন, "আদালত আমাদের মাথার ওপরে। কোনভাবেই আদালত অবমাননা করা যাবে না। আদালতের নির্দেশ মাথায় পেতে নেব।"
ফিরহাদ হাকিম বলেন, "একজন বাবা হিসেবে আমি এই কথা বলেছিলাম। অনেক জায়গাতে এমনভাবে ব্রাউন সুগারের ব্যবহার করা হয় যা ধরা পড়বে না। আদালতের কাছে মামলা নেওয়া না নেওয়ার প্রভিশন আছে। রায় হাতে এলে তারপর পরবর্তী পদক্ষেপ ভাবনা চিন্তা করব।"
advertisement
advertisement
মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। বিচারপতি রাজাশেখর মান্থা এই মামলায় একটি নির্দেশ দেন। তিনি স্পষ্ট বলেন, "রাজ্যে হুক্কাবার বন্ধের কোনও রুল নেই। রাজ্যকে বন্ধ করতে হলে নতুন করে আইনের সংশোধন করতে হবে। তাই কলকাতা বা বিধাননগর এলাকায় হুক্কা বার বন্ধ করা যাবে না। এর থেকে কেন্দ্র ও রাজ্য প্রচুর রেভিন্যু আয় করে। আইন মেনেই চলছে কলকাতা এবং বিধাননগর এলাকার হুক্কাবারগুলি। তাই কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না"।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim: 'একজন বাবা হিসেবে আমি...' হুক্কা বার নিয়ে আদালতের নির্দেশে যা বললেন ফিরহাদ হাকিম
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement