কলকাতার নতুন মেয়র হলেন ফিরহাদ হাকিম
Last Updated:
#কলকাতা: শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের পর কলকাতার নতুন মেয়র নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম ৷ সোমবার ছিল এই নির্বাচন ৷ তৃণমূলের পক্ষে ফিরহাদ হাকিমের নাম আনা হয়েছিল ও বিজেপির মেয়র পদপ্রার্থী ছিলেন মীনাদেবী পুরোহিত ৷ দুপুর ১টা থেকে শুরু হয় ভোটগ্রহণ পর্ব ৷
সংখ্যার নিরিখে মেয়র পদে ফিরহাদ হাকিমের জয় ছিল একপ্রকার নিশ্চিত ৷ কলকাতা পুরসভায় মোট ওয়ার্ড ১৪৪টি ৷ ১২২ জন কাউন্সিলরই তৃণমূলের ৷ যার মধ্যে ১২১জনের সমর্থন পেয়ে জয়ী হলেন ফিরহাদ ৷ ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অসুস্থ থাকার ফলে আসতে পারেননি ৷ পুরসভায় বিজেপির ৫টি আসন ৷ ৫টি ভোটই পেয়েছেন মীনাদেবী পুরোহিত ৷ যদিও বাম ও কংগ্রেস ভোট বয়কট করে ৷
advertisement
এদিন শোভন চট্টোপাধ্যায়কে আসতে অনুরোধ জানান ফিরহাদ ৷ নতুন মেয়রের কথা রেখে উপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়ও ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 03, 2018 3:06 PM IST