'প্রোমোটারের পাকামি আর হরিয়ানার কোম্পানি...', দায় ঝেড়েও বাঘাযতীনের ভেঙে পড়ার ফ্ল্যাটের বাসিন্দাদের পাশে মেয়র

Last Updated:
News18
News18
কলকাতা: বাঘাযতীনের বিদ্যাসগর কলোনীর ফ্ল্যাট ভেঙে পড়ার ঘটনায় ক্রমশ বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। একে অপরের দিকে চলছে দায় ঠেলাঠেলি পর্ব। এই আবহে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার ও ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পর ফের একবার বাম আমলের দিকে আঙুল তোলেন ফিরহাদ হাকিম। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে সর্বোতভাবে থাকার আশ্বাস দিয়েছেন মেয়র।
এদিন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশপাশি স্থনীয়দের সঙ্গেও কথা বলেন ফিরহাদ হাকিম। শেষে তিনি বলেন,”এই ঘটনা ইঞ্জিনিয়ারের ব্যর্থতার কারণেই ঘটেছে। পুরসভাকে না জানিয়ে প্রোমোটার নিজে হরিয়ানা থেকে কোম্পানি এনে হেলা যাওয়া বাড়ি সোজা করার চেষ্টা করতে গিয়েই এই বিপর্যয়।” গাড়ি ওঠানোর জগ দিয়ে এই কাজ করতে যাওয়াতেই এমন বিপত্তি বলে জানান মেয়র।
advertisement
এরপর বাম আমলকে কাঠগড়ায় তুলে ফিরহাদ হাকিম বলেন,”সিপিএমের বা বামফ্রন্টের রাজত্বে জলাভূমি বোজানোটাই কালচার ছিল। আমরা আসার পর এটা আইন করে বন্ধ করা হয়েছে। তখন পরিবেশ নিয়ে এত হই হই ছিল না। বাম আমলে কোনও বাড়ির প্ল্যানিং হত না। ফাইলে সব নথি জমা থাকত। আমরা আসার পর কোনও ফাইল খুঁজে পাইনি। বাম আমলে কলোনি এলাকায় অনেক বাড়ি তৈরি হয়েছে। ওই সব বাড়ির অনেক গুলিরই কোনও নথি নেই। সিপিএম যদি সে সময়ে রাজনীতি না-করত, যদি আরও কড়া হত, তাহলে এই সমস্যা হত না।”
advertisement
advertisement
শেষে ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে কলকাতার মেয়র বলেন,”যে পরিবাররা এখানে ফ্ল্যাট কিনেছেন তাদেরকে সব রকম ভাবে সাহায্য করব। কথা বলে তাদের পাশে থাকব। ক্ষতিপূরণের দিকটাও খতিয়ে দেখতে হবে। এবার যাতে সঠিকভাবে প্ল্যান পেয়ে ফের নির্মান করতে পারেন সেই বিষয়টিও দেখাশোনা করব।” এছাড়া বাড়িটি যাতে সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিকভাবে ভাঙা হয়, স্থানীয়দের কোনও সমস্যা না হয় তারও আশ্বাস দিয়েছেন ফিরহাদ হকিম।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'প্রোমোটারের পাকামি আর হরিয়ানার কোম্পানি...', দায় ঝেড়েও বাঘাযতীনের ভেঙে পড়ার ফ্ল্যাটের বাসিন্দাদের পাশে মেয়র
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement