১৯ নম্বর আর এন মুখার্জি রোডের একটি বহুতলে আগুন ! ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু
- Published by:Siddhartha Sarkar
- Written by:Sourav Tewari
Last Updated:
বিল্ডিংয়ের চার তলায় যেখানে আগুন লাগে, সেখানে একটি প্রাইভেট কোম্পানির অফিস ছিল বলে জানা গিয়েছে।
কলকাতা: ১৯ নম্বর আর এন মুখার্জি রোডে, হনুমান মন্দিরের পাশে একটি বহুতলে শনিবার রাতে হঠাৎই ধোঁয়া উঠতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেয়। ঘটনাস্থলে প্রথমে দমকলের ৬টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে। গোটা বিল্ডিং ধোঁয়ায় ঢেকে যাওয়ায় আগুনের উৎস পেতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। পরবর্তীতে আরও চারটি ইঞ্জিন অর্থাৎ মোট দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন মন্ত্রী সুজিত বসু । বিল্ডিংয়ের চার তলায় যেখানে আগুন লাগে, সেখানে একটি প্রাইভেট কোম্পানির অফিস ছিল বলে জানা গিয়েছে। তবে কীসের থেকে আগুন লাগে, তা এখনও জানা যায়নি। আজ, রবিবার সকালে ফরেনসিক দল তা খতিয়ে দেখবে।

advertisement
ঘটনাস্থলে প্রথমে দমকলের ৬টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে। গোটা বিল্ডিং ধোঁয়ায় ঢেকে যাওয়ায় আগুনের উৎস পেতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। পরবর্তীতে আরও চারটি ইঞ্জিন অর্থাৎ মোট দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন মন্ত্রী সুজিত বসু ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 12, 2023 7:57 AM IST