Adenovirus: অ্যাডিনোর দোসর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, বড় পদক্ষেপ রাজ্যের! ঘোষণা মুখ্যসচিবের

Last Updated:

মুখ্যসচিব ফের একবার দাবি করেছেন, রাজ্যে এই মরশুমে অ্যাডিনো ভাইরাস সংক্রমণের জেরে ১৯টি শিশুর মৃত্যু হয়েছে৷

হাসপাতালে কমছে রোগীর চাপ, দাবি মুখ্যসচিবের।
হাসপাতালে কমছে রোগীর চাপ, দাবি মুখ্যসচিবের।
কলকাতা: অ্যাডিনো ভাইরাস পরিস্থিতির উপরে নজর রাখতে এবং প্রয়োজনীয় পদক্ষেপে সাহায্য করতে টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার৷ বিশেষজ্ঞ চিকিৎসক এই টাস্ক ফোর্সে মোট ৮ জন সদস্য থাকছেন৷ শনিবার নবান্নে এই ঘোষণা করেছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী৷
মুখ্যসচিব ফের একবার দাবি করেছেন, রাজ্যে এই মরশুমে অ্যাডিনো ভাইরাস সংক্রমণের জেরে ১৯টি শিশুর মৃত্যু হয়েছে৷ এর মধ্যে ১৩টি শিশুরই কো- মর্বিডিটি ছিল বলে দাবি করেছেন মুখ্যসচিব৷ এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই দাবি করেছিলেন৷ যদিও বেসরকারি মতে সংখ্যাটি অনেক বেশি বলেই দাবি করা হচ্ছে৷
advertisement
advertisement
মুখ্যসচিব অবশ্য দাবি করেছেন, ধীরে ধীরে রাজ্যের হাসপাতালগুলিতে অ্যাডিনো এবং ইনফ্লুয়েঞ্জার উপসর্গ নিয়ে অসুস্থ শিশুদের চাপ কমছে৷ আগে যেখানে দৈনিক প্রায় সাড়ে আটশো থেকে সাড়ে নশো কেস আসছিল, এখন তা কমে ৫৫০ থেকে ৬০০ হয়েছে৷ আশা কর্মীদের দিয়েও সমীক্ষা করিয়ে রাজ্য প্রকৃত পরিস্থিতি বুঝে পদক্ষেপ করছে বলে দাবি করেছেন মুখ্যসচিব৷
advertisement
তবে শুধু শিশুরা নয়, অ্যাডিনো সংক্রমণে বয়স্করা আক্রান্ত হচ্ছেন বলেও সতর্ক করেছেন মুখ্যসচিব৷ তবে জেলার হাসপাতাল থেকে কলকাতায় রেফার করার প্রবণতা কমেছে বলে দাবি করেছেন মুখ্যসচিব৷
শুধু অ্যাডিনো ভাইরাস নয়, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের চিন্তা বাড়িয়েছে এইচ থ্রি এন টু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও৷ রাজ্য সরকারের তৈরি টাস্ক ফোর্স এই ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের গতিবিধির উপরেও নজর রাখবে৷ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধে ৬টা নাগাদ টাস্ক ফোর্সের সদস্যরা বৈঠকে বসবেন৷ ইতিমধ্যেই অ্যাডিনো এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিয়ে সব রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Adenovirus: অ্যাডিনোর দোসর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, বড় পদক্ষেপ রাজ্যের! ঘোষণা মুখ্যসচিবের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement