কালীপুজোর আলো ফিকে! বানতলায় লেদার কমপ্লেক্সে আগুন, ঘটনাস্থলে দমকলের ২৬টি ইঞ্জিন

Last Updated:

শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে মোট ১১ জনকে উদ্ধার করা হয়েছে৷

#কলকাতা: দীপাবলির আলো ম্লান৷ হঠাৎই আগুন লেগে আতঙ্ক বানতলা লেদার কমপ্লেক্সে৷ সোমবার বিকেলে খবর পাওয়া গিয়েছে, কমপ্লেক্সের আট নম্বর জোনের একটি কারখানায় আগুন লাগে বলে খবর৷ ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২৬টি ইঞ্জিন৷ চলে আগুন নেভানোর কাজ৷ ছবিতে ধরা পড়েছে, কী ভয়ানক তীব্রতায় আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে বাইরে৷ এলাকা ঢেকে গিয়েছে ধোঁয়ায়৷
প্রাথমিক ভাবে আগুনের তীব্রতা কতটা ছিল, তা বোঝা যায়নি৷ খবর মিলেছে, এই গোটা ভবন জুড়েই পড়ে আগুন৷ ক্রমে ওই বাড়ি থেকে তীব্র শব্দ মিলতে থাকে সিলিন্ডার বিস্ফোরণের৷ এই বাড়িটি কয়েক তলার৷ খবর মিলেছে, পুরো বাড়িতেই আগুন ধরে গিয়েছে৷ তাতেই আরও আতঙ্ক বেড়েছে৷ ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসুও পৌঁছে গিয়েছেন বলে খবর৷ পুরো বাড়ি জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে বলেই খবর মিলেছে৷ দমকল সূত্রে খবর, এটি একটি চামড়ার কারখানা৷ কারখানার মধ্যে রয়েছে বিভিন্ন কেমিক্যাল জাতীয় দ্রব্য, রয়েছে দাহ্য পদার্থ৷ বিপুল পরিমাণ দাহ্য পদার্থ ঠাসা থাকাতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে বলে খবর৷
advertisement
আরও পড়ুন: প্রতি মাসে ১০০ টাকা ডোনেশন দিতে হবে পড়ুয়াদের, কর্নাটক সরকারের নিয়মে বিতর্ক
শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে মোট ১১ জনকে উদ্ধার করা হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সকলেই ছাদে আটকে ছিলেন বলে পুলিশ জানিয়েছে৷ তবে প্রাণহানীর কোনও খবর এখনও মেলেনি৷ তবে আশঙ্কা করা হচ্ছে, ভিতরে বেশ কয়েকজন আটকে থাকতে পারে৷ দেশের সঙ্গে বাংলাও এখন মেতে উঠেছে দীপাবলির উৎসবে৷ আর সেই কালীপুজোর দিনেই কার্যত ঝলসানো আগুনে আঁধার লেদার কমপ্লেক্সে৷
advertisement
advertisement
Kalyan Mondal
বাংলা খবর/ খবর/কলকাতা/
কালীপুজোর আলো ফিকে! বানতলায় লেদার কমপ্লেক্সে আগুন, ঘটনাস্থলে দমকলের ২৬টি ইঞ্জিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement