Fire Department: আগুন নিয়ে উচ্চপর্যায়ের কমিটির বৈঠক, কলকাতা ও পার্শ্ববর্তী অগ্নিকাণ্ড প্রবন এলাকা চিহ্নিত করার নির্দেশ

Last Updated:

Fire Department: মন্ত্রী জানিয়েছেন, এই কমিটি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রিপোর্ট দেবে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: ট্যাংরার আগুনের ঘটনার পরেই একটি উচ্চপর্যায়ের কমিটি তৈরি করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই কমিটির বৈঠক সারলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি এদিনের বৈঠকের পর বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিলো সেই কমিটির বৈঠক করলাম। মন্ত্রী ফিরহাদ হাকিম বৈঠক ডেকেছিলেন, কিন্তু উনি একটা কাজে বীরভূম গিয়েছেন, তাই আমিই দফতরের মন্ত্রী হিসাবে বৈঠকে ছিলাম। এডিজি ফায়ার কে নোডাল অফিসার রেখে আরো একটি কমিটি তৈরি করা হয়েছে। কমিটিতে কলকাতা পুরসভার ফায়ার সেক্রেটারি রয়েছেন, সিপি রয়েছেন, আইপিএস প্রবীণ ত্রিপাঠি রয়েছেন।
মন্ত্রী জানিয়েছেন, এই কমিটি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রিপোর্ট দেবে। প্রাথমিক কাজ হবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার দাহ্য এলাকা চিহ্নিত করা। বিশেষ করে ট্যাংরা, তপশিয়া, বেহালা বা বজবজ এলাকা সার্ভে করে রিপোর্ট দেবে। আমরা বিভিন্ন ব্যবসায়ী সংগঠনকেও বলব আপনারা ব্যবসা করুন, তাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু ফায়ার লাইসেন্স ও অগ্নি নির্বাপন ব্যবস্থা যেন যথাযথ থাকে সেই বিষয়টি নিশ্চিত করুন।
advertisement
আরও পড়ুন: মাইক্রোওয়েভের ভিতরে মিলল দু' মাসের শিশুকন্যার দেহ! মেয়ের হত্যাকারী মা?
এই বৈঠকের দিনই সকালে আলিপুরের একটি রঙের কারখানায় বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন। আগুন নেভানোর প্রক্রিয়া শুরু হয়। তবে সাধারণ মানুষের অভিযোগ, দমকল পৌঁছয় দেরিতে। এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে। দমকল আরও আগে আসা উচিত ছিল বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
আরও পড়ুন: নাবালিকার সঙ্গে প্রেম, অভিযুক্তকে জামিন দিল POCSO আদালত, ভবিষ্যতের কথা ভেবেই রায় আদালতের
রঙের কারখানা বলেই আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকে। কারণ ভিতরেই রয়েছে নানা রকমের রাসায়নিক। তবে যেই সময়ে আগুন লাগে তখন রঙের কারখানার ভিতরে কেউ ছিল না। স্থানীয়রা বালতিতে করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। আগুন লাগার দেড় ঘণ্টা পরে দমকল আসে বলে অভিযোগ স্থানীয়দের। আর তার জেরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছন পুলিশের ডিআইজি, বিপর্যয় মোকাবিলা দফতর।
advertisement
Abir Ghosal
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fire Department: আগুন নিয়ে উচ্চপর্যায়ের কমিটির বৈঠক, কলকাতা ও পার্শ্ববর্তী অগ্নিকাণ্ড প্রবন এলাকা চিহ্নিত করার নির্দেশ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement