Anandapur Fire: আনন্দপুরে খাবারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভিতরে আটকে কর্মীরা, দাবি পরিবারের! কাজ করছে দমকলের ১২টি ইঞ্জিন
- Reported by:Sudipta Sen
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
দমকলের পক্ষ জানান হচ্ছে মোট ৬ জনের আটকে পড়ার কথা। নিঁখোজ ৬ জনকে উদ্ধার করা এখনও সম্ভব হয়নি। বারুইপুরের বাসিন্দা বাসুদেব হালদার, গড়িয়ার বাসিন্দা-পঙ্কজ হালদার-সহ আরও চারজন আটকে থাকতে পারেন বলে অনুমান। দমকল কর্মীরা খোঁজ চালাচ্ছেন৷
কলকাতা: আনন্দপুরে খাবারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর সোমবার ভোররাত ৩টে থেকে আগুন জ্বলছে। ভিতরে কয়েক জন আটকে পড়েছেন বলে আশঙ্কা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন।
আনন্দপুরের নাজিয়াবাদে রাত ৩টে নাগাদ আগুন লাগে একটি গোডাউনে। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি আরও বেশ কিছু গোডাউনে৷ দমকলের পক্ষ জানান হচ্ছে মোট ৬ জনের আটকে পড়ার কথা। নিঁখোজ ৬ জনকে উদ্ধার করা এখনও সম্ভব হয়নি। বারুইপুরের বাসিন্দা বাসুদেব হালদার, গড়িয়ার বাসিন্দা-পঙ্কজ হালদার-সহ আরও চারজন আটকে থাকতে পারেন বলে অনুমান। দমকল কর্মীরা খোঁজ চালাচ্ছেন৷
advertisement
advertisement
ডিভিশনাল ফায়ার অফিসার সুদীপ্ত বিট জানান, গোডাউনের পিছনের অংশেও আগুন লাগে৷ বেশ কিছু গোডাউন বাঁচান গিয়েছে। তবে ৬ জন আটকে পড়েছে বলে দমকলের কাছে খবর। কর্মীরা যাঁরা থাকেন, তাঁদের রান্নার গ্যাস বিস্ফোরণ হয়েছে বলেও জানা যাচ্ছে। মোট ১২টি ইঞ্জিন কাজ করছে। কারখানায় অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকলেও তা কতটা কাজ করেছে তা নিয়ে সন্দেহ প্রকাশ দমকল আধিকারিকের। দমকল আধিকারিক, কর্মীরা ও নরেন্দ্রপুর থানার পুলিশ যে সব অংশে আগুন নেভানো সম্ভব হয়েছেস সেখানে সার্চ অপারেশনের জন্য ঢুকেছেন।
advertisement
আনন্দপুরের নাজিরাবাদের গুদামে শুকনো,খাবার মজুত করা থাকত। কী ভাবে সেখানে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। ছ’ঘণ্টা পেরিয়ে গেলেও আগুনের দাপট কমেনি। গুদামের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট হয়নি। ছ’ঘণ্টা পেরিয়ে গেলেও আগুনের দাপট একই। গুদামের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আতঙ্ক ছড়াচ্ছে প্রতি মুহূর্তে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 26, 2026 10:45 AM IST








