CPIM| Municipal Election: ভরসার নাম শান্তিপুর, পুরভোটে জোটের বিরুদ্ধে জোর সওয়াল সিপিআইএম-এর অন্দরে

Last Updated:

CPIM| Municipal Election: পার্টিলাইনকে ঢাল করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

আর জোট চায় না সিপিআইএম-এর একাংশ।
আর জোট চায় না সিপিআইএম-এর একাংশ।
#কলকাতা: শান্তিপুরের উপনির্বাচনের ফলাফল হাতিয়ার সিপিআইএম-এর অন্দরের জোট বিরোধীদের। আর এবার পার্টিলাইনকে ঢাল করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
মঙ্গলবার সিপিআইএম-এর রাজ্য কমিটির বৈঠক বসে। দলের সম্মেলন ও পুরসভা নির্বাচন নিয়েই আলোচনা করা হয় বৈঠকে। কিন্তু পুরসভা নির্বাচনে জোট না করার দাবি জানায় বেশ কয়েকটি জেলার নেতারা। তাদের হাতিয়ার ছিল শান্তিপুরের উপনির্বাচন।
জোট বিরোধী নেতাদের দাবি লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে দল একটিও আসন জিততে পারেনি। বিধানসভা নির্বাচনেও জোট করে দলের ভরাডুবি তো হয়েইছে উপরন্তু ভোটও কমে এসেছে তলানিতে। সেক্ষেত্রে সম্প্রতি শান্তিপুরে উপনির্বাচনে জোট হয়নি। বাম ও কংগ্রেস আলাদা করে প্রার্থী দিয়েছিল। অথচ সেখানে ভোটের হার অনেকটাই বেড়েছে সিপিআইএমের ঝুলিতে। কিন্তু শান্তিপুরের ফলাফলে উৎসাহিত হলেও এই ফর্মুলা যে সারা রাজ্যেই প্রতিফলিত হবে না সেটা মনে করেন জোটপন্থী নেতারা। যদিও আঞ্চলিক নেতাদেরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিতে চলেছে আলিমুদ্দিন স্ট্রিট।
advertisement
advertisement
সাংবাদিক বৈঠকে এদিন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "বিমান বসু বলেছেন বামফ্রন্টের বৈঠকে জোট নিয়ে আলোচনা হবে। তবে একটা বিষয় রয়েছে, তৃণমূল বিজেপি একে অপরের পরিপূরক। তাই এই দুই শক্তির বিরুদ্ধে সবাইকে এক হয়েই লড়তে হবে। আর মানুষকে ভোট দিতে হবে।"
advertisement
এদিন রাজ্য কমিটির বৈঠকে জবাবি ভাষণে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, "দলের লাইন অনুযায়ী বিজেপি তৃণমূল বিরোধী সব ভোটই একই বাক্সে আনাই লক্ষ্য। তবে যে এলাকার বিষয় সেই এলাকার নেতারাই ঠিক করবেন।"
দলীয় সূত্রে খবর, জোট নিয়ে আলোচনা হবে। জোট হলে জোটের ফর্মূলা অনুযায়ী চলা হবে। কিন্তু জোট না হলেও দলের সংগঠন দুর্বল এমন কোনও আসনে বিজেপি তৃণমূল বিরোধী অন্য যে দল শক্তিশালী তাকেই আসন ছেড়ে দেওয়া হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM| Municipal Election: ভরসার নাম শান্তিপুর, পুরভোটে জোটের বিরুদ্ধে জোর সওয়াল সিপিআইএম-এর অন্দরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement