Ferris Wheel Accident: মেলায় আকাশছোঁয়া নাগরদোলা থেকে ছিটকে পড়ল জমিতে! কলকাতার হাসপাতালে মৃত্যু কিশোরীর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ferris Wheel Accident: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নাগরদোলা চলতে শুরু করলেই ঘটে বিপত্তি৷ ঘূর্ণায়মাণ নাগরদোলা থেকে ছিটকে পড়ে তিন জনই৷ গুরুতর আহত হয় সায়ন্তনী (১৭)৷
কলকাতা : শখের বশে নাগরদোলায় উঠেছিল নাবালিকা৷ সেটাই কাল হল৷ বৈদ্যুতিন নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু হল তার৷ এই মর্মান্তিক ঘটনা দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের৷ স্থানীয় কুমিরমারি গ্রামে পঞ্চায়েতের উদ্যোগে ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ তার সঙ্গে ছিল ৫ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা৷
এই মেলায় সোমবার রাতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের অনুষ্ঠান ছিল৷ সেই অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। মেলায় ঘুরতে এসে বিশাল নাগরদোলায় চড়েছিলেন কুমিরমারির বাসিন্দা সায়ন্তনী মণ্ডল, মানসী মণ্ডল এবং টুম্পা মণ্ডল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নাগরদোলা চলতে শুরু করলেই ঘটে বিপত্তি৷ ঘূর্ণায়মাণ নাগরদোলা থেকে ছিটকে পড়ে তিন জনই৷ গুরুতর আহত হয় সায়ন্তনী (১৭)৷
advertisement
আরও পড়ুন : মুখে ফেলুন এইসব চেনা খাবার! শরীর থেকে শুষে নেবে খারাপ কোলেস্টেরলকে! দূর হবে হার্ট অ্যাটাকের আশঙ্কা
আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার বেলভিউ হাসপাতালে৷ মঙ্গলবার ভোররাতে সেখানেই সে মারা যায়৷ এই ঘটনায় শোকের ছায়া স্থানীয় এলাকায়৷ সুন্দরবন কোস্টাল থানার পুলিশ গ্রেফতার করেছে নাগরদোলার মালিক অমল বৈদ্যকে৷ ঘটনার খবর জানাজানি হতে এলাকায় নেমেছে শোকের ছায়া।উল্লেখ্য, কয়েকদিন আগেই বারুইপুরে একটি মেলায় নাগরদোলা থেকে পড়ে আহত হয় তিনজন। তবে সে বার প্রাণে বেঁচে যান আহত ব্যক্তিরা। এবার নাগরদোলা থেকে পড়ে মারা গেল একাদশ শ্রেণীর ওই ছাত্রী। তার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
advertisement
advertisement
( প্রতিবেদন : অনুপ বিশ্বাস)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2025 1:25 PM IST