Rituparna Sengupta Latest News: চোখ ঢাকা চশমায়, ৬ ঘণ্টার ইডি জেরা শেষেই মুখ খুললেন ঋতুপর্ণা সেনগুপ্ত! স্বস্তি মিলল কি?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Arpita Hazra
Last Updated:
Rituparna Sengupta Latest News: প্রায় ৬ ঘণ্টা পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতর থেকে বেরিয়ে গেলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
কলকাতা: প্রায় ৬ ঘণ্টা পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতর থেকে বেরিয়ে গেলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ইডি অফিস থেকে বেরিয়ে তিনি জানান তাঁকে যে সমস্ত তথ্যের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল সেই সংক্রান্ত তথ্য এবং নথি তিনি জমা দিয়েছেন। আপাতত তাকে আর ডাকা হয়নি।
ঋতুপর্ণা বলেন, ‘আমাকে ডকুমেন্টস দিতে বলেছে, দিয়েছি। অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছি। দুর্নীতির সঙ্গে যোগাযোগ নেই।’ ঋতুপর্ণা সেনগুপ্তের আইনজীবী বিপ্লব গোস্বামী জানান, ঋতুপর্ণা সেনগুপ্ত একটা ছবি কো প্রডিউস করেছিলেন সেই টাকার উৎস জানার জন্য তাঁকে তলব করা হয়েছিল। সেই টাকা তাঁরা অলরেডি ফিরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু, রেজিস্ট্রেশন শুরু কবে-ক্লাস কবে থেকে শুরু হবে? জানুন
রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তের কোনও যোগাযোগ নেই। ভবিষ্যতে ঋতুপর্ণাকে ডাকা হলে তিনি সহযোগিতা করবেন। ইডি-র তরফ থেকেও তারা পূর্ণ সহযোগিতা এখনও পর্যন্ত পেয়েছেন বলে দাবি অভিনেত্রীর আইনজীবীর।
advertisement
advertisement
প্রসঙ্গত, আগে গত ৫ জুন রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল ইডি। তবে তখন তিনি আমেরিকায় থাকায় সেই দিন হাজিরা দিতে পারেননি, সেই কথা ইডি আধিকারিককে জানিয়েছিলেনও। ৫ তারিখ রাতে তিনি শহরে ফেরেন এবং ইডির কাছে হাজিরার জন্য অন্য একটি দিন রাখতে বলেন। সেই মতো ইডির তরফে অভিনেত্রীকে ১৯ জুন অর্থাৎ আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সিজিও কমপ্লেসে যান।
advertisement
অর্পিতা হাজরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2024 6:16 PM IST