Holong Bungalow Fire Accident: কেন পুড়ে গেল ঐতিহ্যের হলং বন বাংলো? সামনে এল চাঞ্চল্যকর কারণ, শুরু গভীর তদন্ত
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Holong Bungalow Fire Accident: ঠিক কী কারণে পুড়ে গেল ঐতিহ্যবাহী হলং বন বাংলো, তার তদন্ত শুরু হয়েছে বন দফতরের তরফে।
আলিপুরদুয়ার: ঠিক কী কারণে পুড়ে গেল ঐতিহ্যবাহী হলং বনবাংলো? তার তদন্ত শুরু হয়েছে বন দফতরের তরফে। এদিন সকালে তদন্তের কাজে উত্তরবঙ্গে এসেছেন সিসি এফ ওয়াইল্ড লাইফ ভাস্কর জেভি, সঙ্গে রয়েছে ডিএফও প্রবীণ কাশোয়ান।
সিসি এফ ভাস্কর জেভি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত হবে। সব পর্যায়ে জিজ্ঞাসাবাদ হবে। অনুমান শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে পর্যটন ব্যাবসায়ীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা চাইছেন বিষয়টি নিয়ে তদন্ত হোক। কেন আগুন লাগল তা খতিয়ে দেখা দরকার।
আরও পড়ুন: আপনার শরীরে আঁচিল আছে? আঁচিল কেন হয় জানেন? মারণরোগের লক্ষণ হতে পারে এটি, সাবধান!
১৯৬৭ সালে তৈরি হয় হলং বন বাংলো। তবে শুধু সরকারি কাজে তা ব্যবহৃত হত। পরে ৫টি ঘর নব্বই-এর দশকে ছেড়ে দেওয়া হয় পর্যটকদের জন্য। হলং বন বাংলোতে এলেই দেখা যেত বন্য প্রাণীদের অবিরাম আনাগোনা।
advertisement
advertisement
মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হলং বন বাংলোয়। সম্পূর্ণ বন বাংলো পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এখনও পর্যন্ত পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান। এদিন সকালে বন কর্তারা পৌঁছেছেন। ডিএফও প্রবীণ কাশোয়ান জানান, “বৈদ্যুতিন গোলযোগে আগুন লেগেছে। একটি এসি ব্লাস্ট হয়। যার কারণে কিছুই বাঁচল না বন বাংলোর। তদন্ত করে ক্ষয়ক্ষতির হিসেব নেওয়া হবে।”
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 19, 2024 1:23 PM IST






