RG Kar case verdict judge: 'আপনার উপরে ভরসা রেখেছিলাম...!' কান্নায় ভেঙে পড়ে বিচারককে কী বললেন নির্যাতিতার বাবা?

Last Updated:

শুক্রবার প্রত্যাশিত ভাবেই আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (১) অনির্বাণ দাস৷

শিয়ালদহ আদালতে আরজি কর মামলার রায় দিলেন বিচারক অনির্বাণ দাস৷
শিয়ালদহ আদালতে আরজি কর মামলার রায় দিলেন বিচারক অনির্বাণ দাস৷
কলকাতা: প্রথমে কলকাতা পুলিশ, তার পরে সিবিআই-এর তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন৷ যদিও শনিবার আদালত সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করার পর বিচারক অনির্বাণ দাসকে ধন্যবাদ জানালেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা৷
শুক্রবার প্রত্যাশিত ভাবেই আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (১) অনির্বাণ দাস৷ ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের পর মৃত্যু) এবং ১০৩ (১) (খুন) ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন বিচারক৷ আগামী সোমবার সঞ্জয়ের শাস্তি ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস৷
advertisement
এ দিন বিচারকের রায়দানের সময় আদালতে উপস্থিত ছিলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা৷
advertisement
বিচারক রায়দান শেষ করার পরই উঠে দাঁড়ান নির্যাতিতার বাবা৷ বিচারক অনির্বাণ দাসের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার উপর ভরসা রেখেছিলাম। আপনি পূর্ণ মর্যাদা দিয়েছেন।’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি৷ এর পরই আসন ছেড়ে উঠে যান বিচারক৷
advertisement
আদালতের বাইরে এসেও নির্যাতিতার বাবা বলেন,বিচারের প্রথম সিঁড়ি আজকে আমরা পার করেছি৷ যাতে আমরা দ্বিতীয় সিঁড়িতে উঠতে পারি, তার উনি এরকমই কিছু একটা রায় দেবেন, আমাদের এই বিশ্বাস ছিল৷ বিচারককে ধন্যবাদ দেওয়ার ক্ষমতা আমার নেই, যেভাবে বিচারক এই বিষয়টিকে দেখেছেন তাতে আমরা ওনার কাছে কৃতজ্ঞ৷
এ দিনও অবশ্য সঞ্জয় রাই আদালতে বিচারকের সামনে নিজেকে নির্দোষ বলে দাবি করে৷ তাঁকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করে সে৷ যদিও বিচারক স্পষ্ট জানিয়ে দেন, সিবিআই-এর জমা দেওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতেই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হল৷
advertisement
সহ প্রতিবেদন- অমিত সরকার
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar case verdict judge: 'আপনার উপরে ভরসা রেখেছিলাম...!' কান্নায় ভেঙে পড়ে বিচারককে কী বললেন নির্যাতিতার বাবা?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement