Sanjay Roy: 'স্যর, আজ ফেরত আসব তো?' নমস্কার করে আদালতে রওনা দিল সঞ্জয়

Last Updated:
গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় ওই চিকিৎসক পড়ুয়াকে৷ তদন্তে নেমে চব্বিশ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রাইকে গ্রেফতার করে পুলিশ৷
1/7
ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড, আজ দোষী সাব্যস্ত হলে আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রাইয়ের এমনই চরম শাস্তি হওয়ার সম্ভাবনা প্রবল৷ সম্ভবত তা আঁচ করেই জেলের মধ্যেও আতঙ্কিত হয়ে পড়ল অভিযুক্ত সঞ্জয়৷
ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড, আজ দোষী সাব্যস্ত হলে আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রাইয়ের এমনই চরম শাস্তি হওয়ার সম্ভাবনা প্রবল৷ সম্ভবত তা আঁচ করেই জেলের মধ্যেও আতঙ্কিত হয়ে পড়ল অভিযুক্ত সঞ্জয়৷
advertisement
2/7
জেল সূত্রে খবর, প্রেসিডেন্সি জেল আজ আদালতে নিয়ে আসার আগে শুক্রবার রাত থেকেই জেলের ভিতরে চুপচাপ ছিল সঞ্জয়৷ এ দিন সকালেও জেলের ভিতরে থম মেরেই ছিল আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত৷
জেল সূত্রে খবর, প্রেসিডেন্সি জেল আজ আদালতে নিয়ে আসার আগে শুক্রবার রাত থেকেই জেলের ভিতরে চুপচাপ ছিল সঞ্জয়৷ এ দিন সকালেও জেলের ভিতরে থম মেরেই ছিল আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত৷
advertisement
3/7
সূত্রের খবর, জেল থেকে বের করে আদালতে আনার সময় সঞ্জয় পুলিশ অফিসারদের প্রশ্ন করেন, স্যর, আজকে ফেরত আসব তো?
সূত্রের খবর, জেল থেকে বের করে আদালতে আনার সময় সঞ্জয় পুলিশ অফিসারদের প্রশ্ন করেন, স্যর, আজকে ফেরত আসব তো?
advertisement
4/7
এর পর জেলের গেটের কাছে এসে পিছন দিকে ফিরে নমস্কার করে সে৷ গাড়িতে উঠেও মাথা নিচু করে বসে থাকে সঞ্জয়৷
এর পর জেলের গেটের কাছে এসে পিছন দিকে ফিরে নমস্কার করে সে৷ গাড়িতে উঠেও মাথা নিচু করে বসে থাকে সঞ্জয়৷
advertisement
5/7
শনিবার দুপুর আড়ইটে থেকে আরজি কর মামলার রায় ঘোষণা করবেন শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাস৷ তবে আজই সঞ্জয়ের শাস্তি ঘোষণা হবে কি না, তা নিয়ে সংশয় থাকছে৷
শনিবার দুপুর আড়ইটে থেকে আরজি কর মামলার রায় ঘোষণা করবেন শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাস৷ তবে আজই সঞ্জয়ের শাস্তি ঘোষণা হবে কি না, তা নিয়ে সংশয় থাকছে৷
advertisement
6/7
গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় ওই চিকিৎসক পড়ুয়াকে৷ তদন্তে নেমে চব্বিশ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ৷
গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় ওই চিকিৎসক পড়ুয়াকে৷ তদন্তে নেমে চব্বিশ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
7/7
শিয়ালদহ আদালতে বিচারপ্রক্রিয়া চলাকালীন বিচারকের সামনে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল সঞ্জয়৷ সংবাদমাধ্যমের সামনেও সে অভিযোগ করে, এই মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে৷
শিয়ালদহ আদালতে বিচারপ্রক্রিয়া চলাকালীন বিচারকের সামনে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল সঞ্জয়৷ সংবাদমাধ্যমের সামনেও সে অভিযোগ করে, এই মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে৷
advertisement
advertisement
advertisement