ফ্যাশন ফটোগ্রাফির নামে এসব কী চলত ঘরে? ভয়াবহ কাণ্ড যাদবপুরে...! যা জানা গেল
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Jadavpur: যাদবপুর থানায় ধর্ষণের অভিযোগে প্রতীক পাল ও তপন পালকে পুলিশ গ্রেফতার করেছে। তথাগত পেশাদার ফ্যাশন ফটোগ্রাফার, অভিযুক্তরা তাঁর নাম ভাঁড়িয়ে অপরাধ করত।
কলকাতা: যাদবপুর থানা এলাকায় ধর্ষণের অভিযোগ! এক যুবক থানায় এসে লিখিত অভিযোগ করেন, প্রতীক পাল ওরফে সায়ন এবং তপন পাল ওরফে অনিকেত বসু নামে দুই ব্যক্তি তাঁকে ৭ ফেব্রুয়ারি এবং তার আগেও একাধিকবার ধর্ষণ করেছে। কখনও দু’জন মিলে, আবার কখনও আলাদা আলাদাভাবে তাঁকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ।
অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানার পুলিশ গণধর্ষণের মামলা রুজু করেছে। ইতিমধ্যেই প্রতীক পাল ওরফে সায়নকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
advertisement
advertisement
অভিযোগকারী যুবকের স্ত্রী ডিম্পেল আচার্য্য এই বিষয়ে খোলাখুলি ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন, তবে তাঁর বক্তব্য অনুযায়ী, অভিযোগকারী তথাগত ঘোষ একজন পেশাদার ফ্যাশন ফটোগ্রাফার। অভিযুক্ত দুই ব্যক্তি তথাগত ঘোষের নাম ভাঁড়িয়ে বিভিন্ন ব্যক্তিকে ফ্যাশন ফটোগ্রাফির সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিত। সেই নাম ব্যবহার করেই তারা ফাঁদ পাতত এবং এই ঘটনার জন্ম দেয় বলে অভিযোগ।
advertisement
যাদবপুর থানা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনার আসল সত্যতা কী, এবং এই ধরনের অপরাধের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 08, 2025 4:52 PM IST