Fake Medicine: ভিনরাজ্য থেকে জাল ওষুধ এনে কলকাতায় দেদার বিক্রি! এবার উত্তর ২৪ পরগনায় ফাঁস ভুয়ো ওষুধের কারবার

Last Updated:

উত্তর ২৪ পরগনার খড়দায় এক সংস্থার অফিসে হানা দিয়ে নির্দিষ্ট ব্যাচ নম্বরের সব ওষুধ বাজেয়াপ্ত করেছেন রাজ্যের ড্রাগ কন্ট্রোল এর অফিসাররা। ওই সংস্থার গোডাউনও সিল করা হয়েছে বলে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফে বলেই সূত্রের খবর।

News18
News18
কলকাতা: জাল ওষুধের তদন্ত করতে গিয়ে ধরা পড়ল আরও জাল ওষুধ। এবার urimax d নামক ওষুধ জাল করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার খড়দহ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের এই জাল ওষুধ উদ্ধার করেছেন ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। জানা গিয়েছে, বাইরের রাজ্য থেকে জাল ওষুধ এনে এ রাজ্যের সংস্থা মারফত সেই জাল ওষুধ কলকাতায় বিক্রি করা হচ্ছিল বলেই সূত্রে এর খবর।
সম্প্রতি হাওড়ার আমতা থেকেও জাল ওষুধ ধরেছিলেন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। হাওড়ার আমতার জাল ওষুধের তদন্ত করতে গিয়েই সূত্র মেলে উত্তর ২৪ পরগনার খড়দার৷ তারপরে সেখানেও অভিযান চালানো হয় ড্রাগ কন্ট্রোলের তরফে৷ দেখা যায় সেখানেও বিক্রি করা হচ্ছে জাল ওষুধ।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার খড়দায় এক সংস্থার অফিসে হানা দিয়ে নির্দিষ্ট ব্যাচ নম্বরের সব ওষুধ বাজেয়াপ্ত করেছেন রাজ্যের ড্রাগ কন্ট্রোল এর অফিসাররা। ওই সংস্থার গোডাউনও সিল করা হয়েছে বলে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফে বলেই সূত্রের খবর।
গত কয়েক দিন ধরেই জাল ওষুধের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল রাজ্য ড্রাগ কন্ট্রোল৷ মোটা টাকা ডিসকাউন্টের আড়ালে সাধারণ মানুষকে জাল ওষুধও বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল৷ সম্প্রতি এই বিষয়টি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকও নবান্নে। মুখ্যসচিব জানিয়ে দিয়েছিলেন, রাজ্যজুড়ে জাল ওষুধ কারবারিদের বিরুদ্ধে এই অভিযান চলবে৷
advertisement
আরও পড়ুন: বিড়ি-সিগারেট থেকেই আগুনের ফুলকি…তারপরেই বিস্ফোরণ! মেছুয়া কাণ্ডে এল প্রাথমিক রিপোর্ট
গত ১১ এপ্রিল বিকেলে উল্টোডাঙার মুচিবাজার এলাকার দুই সংস্থার গোডাউনে তল্লাশি চালায় রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। প্রাথমিক তদন্তে জাল ওষুধ বিক্রির প্রমাণ উঠে আসায় দুই হোলসেলার সংস্থার গোডাউন সিল করে রাজ্য।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake Medicine: ভিনরাজ্য থেকে জাল ওষুধ এনে কলকাতায় দেদার বিক্রি! এবার উত্তর ২৪ পরগনায় ফাঁস ভুয়ো ওষুধের কারবার
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement