Duare Sarkar | Nabanna: দারুণ খবর! এবার দুয়ারে সরকার শিবিরেই হবে 'চোখ পরীক্ষা', পঞ্চায়েত ভোটের আগে নয়া চমক নবান্নের, কবে থেকে আবেদন জেনে নিন..
- Published by:Satabdi Adhikary
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বিভিন্ন জেলার জেলাশাসকদের এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। যাদের ছানি অপারেশন করতে হবে, তাঁদের জন্য পৃথক শিবিরের ব্যবস্থা করতে হবে বলে ও স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে জেলাগুলিকে।
কলকাতা: সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে দুয়ারে সরকার শিবির শুরু করতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, এবার এই 'দুয়ারে সরকার' শিবিরেই বিশেষ 'চোখ পরীক্ষার' ব্যবস্থা থাকছে। বাস্তবায়িত করা হচ্ছে 'চোখের আলো' কর্মসূচি। জানা গিয়েছে, ইতিমধ্যেই বিভিন্ন জেলাশাসক ও সিএমওএইচদের চিঠি দিয়ে এজন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রধান সচিব।
পাশাপাশি, জানা গিয়েছে, এই শিবিরে নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডে নাম নথিভুক্ত বা কারও নাম কার্ডের অন্তর্ভুক্ত করারও ব্যবস্থা থাকবে। এমনকি, এমন বহু মানুষ রয়েছেন, যাঁদের নাম স্বাস্থ্যসাথী কার্ডে নথিভুক্ত রয়েছে, অথচ তাঁদের স্মার্ট কার্ড নেই। এই শিবির থেকে তাঁদের স্মার্টকার্ডের ব্যবস্থাও করা হবে বলে সূত্রের খবর। এই সরকারি পরিষেবাগুলি পাওয়ার জন্য কী কী বিষয় নজরে রাখতে হবে তা-ও জানিয়ে দেওয়া হবে এই শিবিরে।
advertisement
আরও পড়ুন: রেল যাত্রীদের জন্য বড় সুখবর! আজ থেকে আরও কম AC কোচের ভাড়া
নবান্নের নির্দেশ, চোখ পরীক্ষার জন্য আবেদন জানানোর তিন দিনের মধ্যে তা দেখে, উক্ত ব্যক্তির চোখ পরীক্ষা করানোর ব্যবস্থা করাতে হবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে। এক্ষেত্রে, দু'টি গ্রুপে ভাগ করে কাজ করা যেতে পারে। ৪৫ বছরের কম বয়স্ক এবং তার বেশি বয়সের মানুষ।
advertisement
advertisement
এছাড়া, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের স্কুলে গিয়ে চোখ দেখানোর ব্যবস্থা করতে হবে বলে জানানো হয়েছে। এই স্বাস্থ্য শিবিরে ১৭ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। যাঁদের চোখের ছানি কাটানোর বিষয় রয়েছে, তাঁদের জন্য এই শিবির থেকেই নিতে হবে পৃথক ব্যবস্থা।
আরও পড়ুন: শুধুমাত্র সিনেমাই নয়, সিরিয়ালেও বিপুল বিনিয়োগ অয়নের সংস্থার! কোথা থেকে এল এত টাকা? খুঁজছে ইডি
এছাড়াও, দুয়ারে সরকার থেকে প্রতিবন্ধী সার্টিফিকেট দেওয়ার বিষয়েও জেলা প্রশাসনকে সক্রিয় হতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। যাঁদের তা দেওয়া যাবে না, তা কেন দেওয়া যাবে না, তা পরিষ্কার করে জানিয়ে দিতে হবে বলে নির্দেশ। আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্যজুড়ে দুয়ারে সরকার প্রকল্প। চলবে ২০ এপ্রিল পর্যন্ত।
advertisement
এবার দুয়ারে সরকার ক্যাম্পগুলি থেকে মোট ৩২টিরও বেশি পরিষেবা পাবেন সাধারণ মানুষ। ২০ এপ্রিলের মধ্যেই যাতে পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে বলে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। ইতিমধ্যেই দুয়ারে সরকার নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক বিভিন্ন জেলাগুলির সঙ্গে করেছে নবান্নের শীর্ষ মহল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
March 23, 2023 4:03 PM IST