Chocolate: দেদার চকলেট খাচ্ছেন? সেগুলি কি...কলকাতায় ট্রাকে যা মিলল, ঘুম উড়ে যাবে!
- Published by:Suman Biswas
Last Updated:
Chocolate: সময় হতেই ট্রাক থেকে বেরতে থাকে একটি পর একটি চকলেট ভর্তি বাক্স। তখনই প্রগতি ময়দান থানা অফিসারদের হানায় বেরিয়ে আসে বিস্ফোরক তথ্য।
#কলকাতা: কলকাতা পুলিশের প্রগতি ময়দান থানায় দীর্ঘদিনের খবর ছিল মেয়াদ ফুরানো চকলেট বিকচ্ছে রমরমিয়ে, বারবার গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারী অফিসারদের কাছে আসা তথ্যে চক্ষুচড়ক গাছ। বৃহস্পতিবার রাতে প্রগতি ময়দান থানার একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে পৌঁছে যায় ধাপা রোডের একটি গোডাউনে। সেখানে গিয়ে দেখা যায় চকলেট ভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে আছে ওই গোডাউনের সামনে। থানার তদন্তকারী অফিসারদের সন্দেহ হয় ওই ট্রাকের সামনে থাকা শ্রমিকদের দেখে।
সময় হতেই ট্রাক থেকে বেরতে থাকে একটি পর একটি চকলেট ভর্তি বাক্স। তখনই প্রগতি ময়দান থানা অফিসারদের হানায় বেরিয়ে আসে বিস্ফোরক তথ্য। জানা যায় ডানকুনির একটি জায়গা থেকে এসেছে সেই চকলেট। মেয়াদ ফুরানো চকলেট ডানকুনি থেকে কলকাতায় এনে কী করা হবে? এই প্রশ্নের উত্তর পেতেই হতবাক পুলিশ অফিসারদের সকলেই।
advertisement
advertisement
জানা যায় ওই ডানকুনি থেকে আসা মেয়াদ ফুরানো চকলেটে কলকাতার ধাপায় ভরা হবে নতুন প্যাকেটে, সেই নতুন প্যাকেটে মেয়াদ ফুরানো চকলেট চলে যাবে বাজারে, তারপর ফের আগের মত বাজারে মিলবে ওই মেয়াদ ফুরানো চকলেট। এমনভাবে সুন্দর রঙিন প্যাকেট করা হয় যাতে আরও আকর্ষণীয় ও লোভনীয় হয় ওঠে সেগুলি। এই তথ্য তদন্তকারীদের কাছে আসতেই আটকানো হয় চকলেট ভর্তি ট্রাকটিকে, গাড়ির চালক সহ বেশ কিছু ব্যাক্তিকে আটক করে প্রগতি ময়দান থানা। আটক করার পরেই পুলিশ ২৭২,৪২০,৪০৬,১২০B আইপিসি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে।
advertisement
প্রসঙ্গত, এইভাবে মেয়াদ ফুরানো চকলেট বিক্রির ঘটনা আগেও নজরে এসেছে কলকাতা পুলিশের। পুলিশ ধৃতদের গ্রেফতার করে জানতে চায় ওই মেয়াদ ফুরানো চকলেট কোন কোন বাজারে যেত? কার নির্দেশে এই কাজ হত? এই চক্রের মূল চক্রী কে? কতজন এই কাজের সঙ্গে যুক্ত? তদন্তকারী অফিসাররা এইসব নানান প্রশ্নের উত্তর পেয়ে তদন্তের গভীরে পৌঁছাতে চাইছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2022 10:33 PM IST