যাদবপুরে এবছর প্রবেশিকা পরীক্ষা নয়, প্রতিবাদে ঘেরাওয়ে উপাচার্য, রেজিস্ট্রার

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

যাদবপুরে ঘেরাও অব্যাহত ৷ যাদবপুরে কলা বিভাগে প্রবেশিকা নয়। এবছর ভর্তি নম্বরের ভিত্তিতেই। বাড়ানো হল ফর্ম তোলার সময়সীমা।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: যাদবপুরে ঘেরাও অব্যাহত ৷ যাদবপুরে কলা বিভাগে প্রবেশিকা নয়। এবছর ভর্তি নম্বরের ভিত্তিতেই। বাড়ানো হল ফর্ম তোলার সময়সীমা। ইসির সিদ্ধান্তে ফের উত্তপ্ত ক্যাম্পাস। উপাচার্যকে বেরোতে বাধা, তর্কাতর্কি, স্লোগান। রাতভর ঘেরাও উপাচার্য, রেজিস্ট্রার ৷ পুরোন পদ্ধতিতেই ভর্তির দাবিতে ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের ৷ পুরোন পদ্ধতিতেই ভর্তির দাবি ৷

    আরও পড়ুন: বীরভূমে পাইথন গলায় জড়িয়ে সেলফি হিড়িক, সময়ে চিকিৎসা না পেয়ে মৃত্যু সাপের

    ইতিহাস ও আইআর পরীক্ষা বাতিল ৷ কর্তৃপক্ষের সিদ্ধান্তে ক্ষুব্ধ পড়ুয়ারা ৷স্নাতক স্তরে প্রবেশিকা পরীক্ষা হচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। দ্বাদশ শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি মেধাতালিকা অনুসারে কলাবিভাগের ছ'টি বিষয়ে ভর্তি হবে। ইসি-র সিদ্ধান্তের বিরুদ্ধে সরব কলাবিভাগের ছাত্র সংসদ। প্রতিবাদে উপাচার্য,রেজিস্ট্রারকে ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে পুরনো নিয়মে প্রবেশিকার মাধ্যমেই ভর্তির দাবি তুলেছেন তারা। বারবার কেন ভর্তি সংক্রান্ত নিয়ম ও নির্দেশিকা বদল করছে বিশ্ববিদ্যালয় সে প্রশ্নও তুলেছে ছাত্র সংসদ।

    আরও পড়ুন: ওড়িশা ও বাংলাদেশে জোড়া ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা

    গত সপ্তাহেই বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি সিদ্ধান্ত নিয়েছিল, দ্বাদশ শ্রেণিতে প্রাপ্ত নম্বর ও প্রবেশিকা পরীক্ষার ভিত্তিতে ভর্তি হবে স্নাতক স্তরে।তবে প্রবেশিকার উত্তরপত্র মূল্যায়নের ভার থাকবে বাইরের শিক্ষকদের হাতে।এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। এতে বিশ্ববিদ্যালয়ের মান নেমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শঙ্খ ঘোষ, নবনীতা দেবসেনদের মতো বিদ্বজ্জনেরা।এরপরই বুধবার নতুন সিদ্ধান্ত ঘোষণা করে কর্মসমিতি। ইসি-র সিদ্ধান্তের বিরুদ্ধে সরব কলাবিভাগের ছাত্র সংসদ। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে পুরনো নিয়মে প্রবেশিকার মাধ্যমেই ভর্তির দাবি তুলেছেন তারা। বারবার কেন ভর্তি সংক্রান্ত নিয়ম ও নির্দেশিকা বদল করছে বিশ্ববিদ্যালয় সে প্রশ্নও তুলেছে ছাত্র সংসদ। বুধবার ইসির বৈঠকে ভর্তি নিয়ে ছাত্রসংসদের ভূমিকা ও আন্দোলনের সমালোচনা করা হয়।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপকে কেন্দ্রের কড়া বার্তা, ভুয়ো খবর ধরলে ৩৪ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল কর্তৃপক্ষ

    First published:

    Tags: Entrance Examination, Jadavpur University