বীরভূমে পাইথন গলায় জড়িয়ে সেলফি হিড়িক, সময়ে চিকিৎসা না পেয়ে মৃত্যু সাপের
Last Updated:
সুন্দরবন, পাড়ুইয়ের পর বীরভূমের কাঁকড়তলা। বাঘ, প্যাঙ্গোলিনের পর এবার পাইথন।
#বীরভূম: সুন্দরবন, পাড়ুইয়ের পর বীরভূমের কাঁকড়তলা। বাঘ, প্যাঙ্গোলিনের পর এবার পাইথন। বাবুইজোড় গ্রামে রাস্তায় পড়ে নিস্তেজ পাইথন। সাপ দেখে হুড়োহুড়ি, সেলফির ঝড়। সময়ে চিকিৎসা না পেয়ে পাইথনের মৃত্যু।
বীরভূমে কাঁকড়তলার বাবুইজোড় গ্রামে পাইথনটিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ বুধবার রাতে উদ্ধার করে বন দফতর ৷ পাইথন গলায় জড়িয়ে সেলফির হিড়িক পড়ে যায় ৷ নিস্তেজ পাইথন উদ্ধারের পরই গলায় ৷ কেউ বা পাইথনকে হাত নিয়ে তুলল ছবি ৷ পরে পাইথনটি উদ্ধার করে বন দফতর ৷ উদ্ধারের পর মৃত্যু হয় পাইথনটির ৷ এর আগে জলপাইগুড়িতে পাইথন গলায় জড়িয়ে বিতর্কে জড়িয়ে পড়েন এক বনাধিকারিক ৷
advertisement
advertisement
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপকে কেন্দ্রের কড়া বার্তা, ভুয়ো খবর ধরলে ৩৪ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল কর্তৃপক্ষ
Location :
First Published :
July 05, 2018 10:06 AM IST