হোয়াটসঅ্যাপকে কেন্দ্রের কড়া বার্তা, ভুয়ো খবর ধরলে ৩৪ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল কর্তৃপক্ষ

Last Updated:

কেন্দ্রের কড়া বার্তার পর নড়েচড়ে বসল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ৷ সোশ্যাল প্লাটফর্ম থেকে ছড়ানো ভুয়ো খবর, ভিডিও ধরতে এবার পুরস্কার মূল্য ঘোষণা করল জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ সংস্থা ৷ বুধবারই ফেসবুক, হোয়াটসঅ্যাপকে কড়া বার্তা পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷

#কলকাতা: কেন্দ্রের কড়া বার্তার পর নড়েচড়ে বসল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ৷ সোশ্যাল প্লাটফর্ম থেকে ছড়ানো ভুয়ো খবর, ভিডিও ধরতে এবার পুরস্কার মূল্য ঘোষণা করল জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ সংস্থা ৷ বুধবারই ফেসবুক, হোয়াটসঅ্যাপকে কড়া বার্তা পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ যথাযথ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে "গুজব ও ভিত্তিহীন বার্তা " ছড়িয়ে দেওয়া বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল ৷ এরপরেই ভুয়ো খবর ধরতে মোটা টাকা পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ ৷ কী ভাবে হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর চিহ্নিত করা যাবে এ নিয়ে গবেষণামূলক প্রস্তাব চেয়েছে কর্তৃপক্ষ ৷ আর এই প্রস্তাবের জন্যই মিলবে ৩৪ লক্ষ টাকা ৷
অসম, মহারাষ্ট্র, কর্ণাটক, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে ঘটেছে বেশ কয়েকটি হিংসামূলক ঘটনা যার জন্য দায়ী করা হয়েছে হোয়াটসঅ্যাপে ছড়ানো "দায়িত্বহীন ও বিস্ফোরক বার্তা"গুলিকেই । ১০টি রাজ্যে এধরনের ঘটনায় অন্ততপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে । তথ্যপ্রযুক্তি মন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে প্রতিনিয়ত এধরনের উস্কানিমূলক বার্তাগুলির উপর নজর রাখছে প্রশাসন । বিবৃতিটিতে হোয়াটসঅ্যাপের মত প্ল্যাটফর্মের অপব্যবহার এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগের বিষয় বলে জানিয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক ।
advertisement
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
হোয়াটসঅ্যাপকে কেন্দ্রের কড়া বার্তা, ভুয়ো খবর ধরলে ৩৪ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল কর্তৃপক্ষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement