হোয়াটসঅ্যাপকে কেন্দ্রের কড়া বার্তা, ভুয়ো খবর ধরলে ৩৪ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল কর্তৃপক্ষ
Last Updated:
কেন্দ্রের কড়া বার্তার পর নড়েচড়ে বসল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ৷ সোশ্যাল প্লাটফর্ম থেকে ছড়ানো ভুয়ো খবর, ভিডিও ধরতে এবার পুরস্কার মূল্য ঘোষণা করল জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ সংস্থা ৷ বুধবারই ফেসবুক, হোয়াটসঅ্যাপকে কড়া বার্তা পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷
#কলকাতা: কেন্দ্রের কড়া বার্তার পর নড়েচড়ে বসল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ৷ সোশ্যাল প্লাটফর্ম থেকে ছড়ানো ভুয়ো খবর, ভিডিও ধরতে এবার পুরস্কার মূল্য ঘোষণা করল জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ সংস্থা ৷ বুধবারই ফেসবুক, হোয়াটসঅ্যাপকে কড়া বার্তা পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ যথাযথ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে "গুজব ও ভিত্তিহীন বার্তা " ছড়িয়ে দেওয়া বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল ৷ এরপরেই ভুয়ো খবর ধরতে মোটা টাকা পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ ৷ কী ভাবে হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর চিহ্নিত করা যাবে এ নিয়ে গবেষণামূলক প্রস্তাব চেয়েছে কর্তৃপক্ষ ৷ আর এই প্রস্তাবের জন্যই মিলবে ৩৪ লক্ষ টাকা ৷
অসম, মহারাষ্ট্র, কর্ণাটক, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে ঘটেছে বেশ কয়েকটি হিংসামূলক ঘটনা যার জন্য দায়ী করা হয়েছে হোয়াটসঅ্যাপে ছড়ানো "দায়িত্বহীন ও বিস্ফোরক বার্তা"গুলিকেই । ১০টি রাজ্যে এধরনের ঘটনায় অন্ততপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে । তথ্যপ্রযুক্তি মন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে প্রতিনিয়ত এধরনের উস্কানিমূলক বার্তাগুলির উপর নজর রাখছে প্রশাসন । বিবৃতিটিতে হোয়াটসঅ্যাপের মত প্ল্যাটফর্মের অপব্যবহার এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগের বিষয় বলে জানিয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক ।
advertisement
Location :
First Published :
July 05, 2018 9:27 AM IST