ED Raid in Kolkata: খাস কলকাতায় উদ্ধার তাড়া তাড়া নোট...কোটি পার! গোনা চলছে এখনও, ইডি-র তল্লাশি তারাতলায়

Last Updated:

মঙ্গলবার রাত থেকেই এই অভিযান চালানো হচ্ছে৷ তল্লাশি অভিযানেই এই বিপুল নগদ অর্থের সন্ধান মিলেছে৷

News18
News18
কলকাতা: চলতি মাসের শুরু থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় একের পর এক তল্লাশি চালাচ্ছে ইডি৷ এমনকি, রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস এবং তাঁর ছেলের ধাবাতেও চলেছে তল্লাশি৷ সেই মামলাতেই বুধবার তারাতলা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাল ইডি৷ অভিযোগ, সেই ব্যবসায়ী বাড়ি থেকে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে ১ কোটি ২০ লক্ষ টাকা৷ তবে এই টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে সূত্রের খবর৷ টাকা গোনা এখনও চলছে৷
advertisement
মঙ্গলবার রাত থেকেই এই অভিযান চালানো হচ্ছে৷ তল্লাশি অভিযানেই এই বিপুল নগদ অর্থের সন্ধান মিলেছে৷
advertisement
প্রসঙ্গত, গত মঙ্গলবার বেলেঘাটা এলাকায় অভিযান চালান ইডি-র তদন্তকারীরা৷ ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডে থাকা একটি বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। প্রায় ৬ জন আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পৌঁছে যান ওই বাড়িতেবেলেঘাটায় এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং নাগেরবাজারে এক ব্যবসায়ীর বাড়িতেও গিয়েছিলেন তদন্তকারীরা
advertisement
অক্টোবর মাসেই কলকাতার ১০টি জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিসল্টলেক সেক্টর ওয়ানের একটি ভবনেও তল্লাশি চলে৷ ওই ভবনেই ছিল মন্ত্রী সুজিত বসুর অফিস৷
advertisement
এই মামলার তদন্তের প্রেক্ষিতে ২০২৪ সালের ১২ জানুয়ারি লেকটাউনে মন্ত্রী সুজিতের দু’টি বাড়ি এবং দফতরে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকেরা
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ED Raid in Kolkata: খাস কলকাতায় উদ্ধার তাড়া তাড়া নোট...কোটি পার! গোনা চলছে এখনও, ইডি-র তল্লাশি তারাতলায়
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement