ED and Tollywood: কয়লা পাচারের কালো টাকায় টলিউডে ছবি? ইডির হাতে মারাত্মক তথ্য! দিল্লিতে ২ ব্যবসায়ী
- Published by:Teesta Barman
Last Updated:
ED and Tollywood: বালিগঞ্জে অবস্থিত একটি নির্মাণ সংস্থার দফতরে ইডি তল্লাশি চালিয়েছে। ১০-১২ জনের দিল্লির আধিকারিকদের দল হানা দেয় বালিগঞ্জে।
কলকাতা: রিয়েল এস্টেটের পর এবার বিনোদন জগৎ! কয়লা পাচারের কালো টাকা সাদা করতে টলিউড ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করা হয়েছে বলে ইঙ্গিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-র। ইতিমধ্যে দিল্লির সদর দফতরে কলকাতার দুই ব্যবসায়ীকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি কর্তারা। এতটাই গোপনীয়তা রক্ষা করে হয়েছে যে কলকাতার আধিকারিকরা কিছুই টের পাননি।
বালিগঞ্জে অবস্থিত একটি নির্মাণ সংস্থার দফতরে ইডি তল্লাশি চালিয়েছে। ১০-১২ জনের দিল্লির আধিকারিকদের দল হানা দেয় বালিগঞ্জে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। ১.৪০ কোটি টাকা উদ্ধার করে ওই সংস্থার ডিরেক্টরকে তলব করা হয়েছিল।
advertisement
advertisement
তার পর কলকাতার এই দুই ব্যবসায়ীকেও তলব করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ও প্রাপ্ত নথি সূত্রে ইডির দাবি, কালো টাকা সাদা করতেই বাংলা সিনেমায় বিনিয়োগ করা হয়েছে পাচারের টাকা। দুই ব্যবসায়ীর মধ্যে একজন বাংলা ছবিতে টাকা বিনিয়োগ করেছেন বলে দাবি ইডির আধিকারিকদের।
আরও পড়ুন: স্মৃতি ইরানির মেয়ের বিয়ের রিসেপশনে অতিথি শাহরুখ, একতা, জিতেন্দ্র, রইল চাঁদের হাটের বর্ণময় ছবি
advertisement
এছাড়া ওই ব্যবসায়ীর সূত্র ধরে একটি স্বেচ্ছাসেবী সংস্থাতেও টাকা বিনিয়োগ করা হয়েছে বলে দাবি ইডির। আপাতত কোথায় কোথায় ওই টাকা বিনিয়োগ করা হয়েছে এবং টাকার উৎস কী, সেসব জানার চেষ্টা চলছে।
অমিত সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2023 2:56 PM IST